গানের রেকর্ডিং হবে সোমবার।
Published : 23 Mar 2025, 02:51 PM
পণ্ডিত অজয় চক্রবর্তীর কেবল শাস্ত্রীয় সঙ্গীতের জগতেই অবাধ বিচরণ তা নয়, সিনেমার গানেও তাকে বহুবার পেয়েছে বলিউড।
এবার তিনি গাইবেন পরিচালক প্রযোজক করণ জোহরের একটি সিনেমায়। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা অক্ষয় কুমার।
এ খবর আনন্দবাজারকে জানিয়েছেন অজয় চক্রবর্তী নিজেই।
তিনি বলেন, “জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পটভূমিকায় সিনেমার গল্প লেখা হয়েছে। নাম এখনও ঠিক হয়নি।”
সোমবার গানের রেকর্ডিং হওয়ার কথা রয়েছে।
গীতিকার, সুরকারের নাম এখনও প্রকাশ্যে আনতে চাননি এই শিল্পী।
এর আগে ‘গদর: এক প্রেমকথা’, ‘বন্দিশ ব্যান্ডিটসে’ তার গাওয়া ‘আন মিলো সজনা’, ‘গরজ গরজ’ শিরোনামের দুইটি গান জনপ্রিয় হয়েছিল।
এ ছাড়া অস্কারজয়ী সুরকার এ আর রহমানের সুরেও একটি সিনেমায় গান গেয়েছেন তিনি। সেটি লোকগীতি ঘরানায় রাগাশ্রয়ী গান ছিল জানিয়ে অজয় বলেছেন তিনি গান গেয়ে ‘তৃপ্তি পেয়েছিলেন’।
শাস্ত্রীয় সংগীত পটিয়ালা ঘরানায় বিশেষ দক্ষতা আছে পণ্ডিত অজয় চক্রবর্তীর। ঠুমরি, দাদরা থেকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতিও করে থাকেন তিনি।
২০০০ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার পান অজয় চক্রবর্তী। পদ্মশ্রী পুরস্কার, বঙ্গ বিভূষণ এবং পদ্মভূষণ পুরস্কারও পেয়েছেন তিনি।
তিনি একজন গীতিকার, সুরকার এবং সঙ্গীতগুরু। গড়ে তুলেছেন সংগীতের শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্রুতিনন্দন’।
বছরখানেক আগে বাংলাদেশের সিনেমার গানেও পাওয়া গেছে তাকে। নির্মাতা বদরুল আনাম সৌদের 'শ্যামা কাব্য' সিনেমায় ‘পাখি যাও যাও যাও’ শিরোনামের একটি গানে ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছেন অজয় চক্রবর্তী।