হৃত্বিক বলেছেন, রোহিতের জীবনের লড়াইয়ের সঙ্গে হৃতিকের ছোটবেলার লড়াইয়ের অনেকটা মিল রয়েছে।
Published : 02 Aug 2024, 09:47 AM
দুই দশক আগে বক্স অফিসে ঝড় তোলা ‘কোই মিল গ্যায়া’ সিনেমার নায়ক রোহিত মেহরার সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছিলেন এই চরিত্রটি করা নায়ক হৃত্বিক রোশন। আর সেজন্যই রোহিতকে পর্দায় ফুটিয়ে তুলতে নিজেকে বিশেষ ভাঙতে হয়নি বলে জানিয়েছেন তিনি।
সিনেমায় রোহিতের ছিল তোতলামির সমস্যা, ছেলেবেলায় হৃত্বিকেরও তাই ছিল। কয়ময় ডটকম জানিয়েছে, এক সাক্ষাৎকারে এ কথাই বলেছেন হৃত্বিক।
এই অভিনেতা বলেছেন, রোহিতের জীবনের লড়াইয়ের সঙ্গে হৃতিকের ছোটবেলার লড়াইয়ের অনেকটা মিল তিনি পেয়েছিলেন।
“ছোটবেলায় কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যেত। একই কথা বার বার বলতাম, তোতলাতাম। সেই কারণে স্কুলে অনেকে কাছে ওই বয়সে হেনস্থার শিকার হয়েছিলাম। সিনেমায় রোহিতকে ওভাবে ভুগতে দেখেছে দর্শক।”
২০০৪ সালে মুক্তি পায় ‘কোই মিল গ্যায়া’। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন ও প্রীতি জিনতা। আরও ছিলেন রেখা, জনি লিভার, প্রেম চোপড়া, রজত বেদী এবং আরো কয়েকজন।
গত বছর মুক্তির দুই দশক পূর্তিতে রোহিত এবং তার এলিয়েন বন্ধু জাদুকে নিয়ে তৈরি ভারতের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এই সিনেমা নতুন করে মুক্তি পায় ভারতের ৩০টি শহরে।