“পত্রিকা খুলে বিস্মিত হলাম, সীমিত কাহিনীচিত্র বিভাগে সম্মানিত বিচারকেরা নাকি কোনো অভিনেত্রীকে মনোনয়ন দেওয়ার মতো খুঁজে পাননি।”
Published : 11 May 2023, 03:23 PM
এ বছর মেরিল-প্রথম আলো পুরস্কারে ‘সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র’ বিভাগে সেরা অভিনেত্রীর তালিকায় কারও নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী; বিষয়টিকে ‘নারীদের জন্য অবমাননাকর’ বলে মনে করেন তিনি।
বুধবার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “…পত্রিকা খুলে বিস্মিত হলাম, সীমিত কাহিনীচিত্র বিভাগে, অর্থাৎ নাটক এবং শর্টফিল্মে সম্মানিত বিচারকেরা নাকি কোনো অভিনেত্রীকে মনোনয়ন দেওয়ার মতো খুঁজে পাননি।
“২০২২ সালে এত নাটকের মধ্য থেকে মাত্র তিনজনকে তারা যোগ্য মনে করতে পারেননি। অর্থাৎ শুধু অভিনেতা, পরিচালক, স্ক্রিপ্টরাইটার বিভাগে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু অভিনেত্রীদের পুরস্কারের বাইরে রাখা হয়েছে।”
বিষয়টি অন্য নির্মাতা/প্লাটফর্মকে নারীপ্রধান কাজ থেকে পিছিয়ে যাওয়ার ‘উৎসাহ দিতে পারে’ মন্তব্য করে তিনি লিখেছেন, “অথচ সম্প্রতি নারী অভিনেত্রীরা প্রচলিত ধারা থেকে বেরিয়ে একটু একটু করে নিজেদের মত অভিনয়সমৃদ্ধ গল্পে নিজেদের মেলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করছে। (সেখানে) এ ধরনের দৃষ্টান্ত নারীদের জন্য অবমাননাকর।”
জুরিবোর্ডের বিচারে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২২-এর বিভিন্ন বিভাগে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু ‘সীমিতদৈর্ঘ্য কাহিনিচিত্র’ ক্যাটাগরির সেরা অভিনেত্রীর তালিকায় কারোর মনোয়ন দেয়নি জুরিবোর্ড।
এ নিয়ে আলোচনার মধ্যে এই বিভাগের সেরা অভিনেত্রীদের মনোনয়নের বিষয়টি পুনর্বিচেনার অনুরোধ জানিয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ। এই আবেদনে জুরি বোর্ডও সম্মত হয়েছে বলে বৃহস্পতিবার সকালে ‘মেরিল-প্রথম আলো অ্যাওয়ার্ড’ ফেইসবুক পাতায় জানানো হয়েছে।
সেখানে বলা হয়, “মেরিল-প্রথম আলো পুরস্কার হল শিল্পীদের কাজের মুল্যায়ন এবং সম্মান জানানোর আয়োজন। আমরা সব সময় চেষ্টা করি শিল্পীদের সর্বোচ্চ সম্মান জানাতে। আবার মনোনয়ন ও পুরস্কার বিষয়ে সম্মানিত জুরিদের সিদ্ধান্তকেই আমরা চূড়ান্ত মনে করি। এ বছরও এর ব্যতিক্রম হয়নি।
“এ বছর মনোনয়নের তালিকা প্রকাশ পাওয়ার পর একটি ক্যাটাগরিতে মনোনয়ন না দেওয়ার ব্যাপারে শিল্পীদের মতামত আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সম্মানিত জুরি বোর্ডকে আমরা অনুরোধ করেছি, এ বিষয়টি পুনর্বিবেচনা করতে। তারা সম্মত হয়েছেন। দু একদিনের মধ্যে আমরা একটা সুন্দর সমাধান দিতে পারব বলে আশা করছি।”
কোভিড পরবর্তী ২০২২ সালে অনেক ‘ভালো ভালো’ নাটকের কথা তুলে ধরে মেহজাবিন লিখেছেন, “তাদের অভিনয় দক্ষতা এবং তাৎপর্যপূর্ণ চরিত্র বহন করার মাধ্যমে অভিনেত্রীরা অনেক ভালো কাজ উপহার দিয়েছেন। যদিও আমার কাছে অভিনয়ের মানদণ্ড যা, তা হয়ত বিচারকদের থেকে আলাদা। এ বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সঠিক গাইডলাইন দিয়ে সাহায্য করতে; যাতে ভবিষ্যতে আমাদের কাজে সেটার প্রতিফলন ঘটাতে পারি এবং তাদের সন্তুষ্ট করতে পারি।”
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২-এ মনোনয়ন
চলচ্চিত্র ও ওয়েব ফিল্ম
>> সেরা চলচ্চিত্র: ক্যাফে ডিজায়ার, দুই দিনের দুনিয়া, হাওয়া।
>> সেরা চলচ্চিত্র পরিচালক: অনম বিশ্বাস (দুই দিনের দুনিয়া), মেজবাউর রহমান সুমন (হাওয়া), রবিউল আলম রবি (ক্যাফে ডিজায়ার)।
>> সেরা চলচ্চিত্র অভিনেতা: আজাদ আবুল কালাম (গুণিন), চঞ্চল চৌধুরী (দুই দিনের দুনিয়া), শরীফুল রাজ (পরাণ)।
>> সেরা চলচ্চিত্র অভিনেত্রী: নাজিফা তুষি (হাওয়া), বিদ্যা সিনহা মিম (পরাণ), রোদেলা টাপুর (দেশান্তর)।
ওয়েব সিরিজে মনোনয়ন
>> সেরা ওয়েব সিরিজ: কারাগার, পেট কাটা ষ, শাটিকাপ।
>> সেরা পরিচালক: নুহাশ হুমায়ূন (পেট কাটা ষ), মোহাম্মদ তাওকীর ইসলাম (শাটিকাপ), সৈয়দ আহমদ শাওকী (কারাগার)।
সীমিতদৈর্ঘ্য কাহিনীচিত্র
>> সেরা চিত্রনাট্যকার: আল আমিন হাসান নির্ঝর: (আড়াল), নাহিদ হাসনাত (গালিবের প্রেম ও বসন্তের কাব্য)।
>> সেরা নির্দেশক: নাজমুল নবীন (আড়াল), নূর ইমরান মিঠু (এক অলৌকিক বিকেলের গল্প)।
>> সেরা অভিনেতা: খায়রুল বাসার (গালিবের প্রেম ও বসন্তের কাব্য), প্রীতম হাসান (আড়াল)।
>> সেরা অভিনেত্রী: এই বিভাগে কেউ বিবেচিত হননি।