চয়নিকা চৌধুরীর বইটি পাওয়া যাচ্ছে মেলার ২০ নম্বর প্যাভিলিয়নে।
Published : 18 Feb 2025, 12:21 PM
এবারের একুশের বইমেলায় এসেছে নির্মাতা চয়নিকা চৌধুরীর দ্বিতীয় বই 'অনুমতি প্রার্থনা'।
বইটি পাওয়া যাচ্ছে মেলার ২০ নম্বর প্যাভিলিয়নে।
মিজান পাবলিশার্স থেকে বের হয়েছে বইটি; যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
বই প্রকাশের খবর দিয়ে চয়নিকা চৌধুরী গ্লিটজকে বলেন, "বইটি প্রকাশ করতে বেশ দেরিই হয়ে গেল। বই লেখা শুরু করেছিলাম গত বছরের জুলাই মাসে। মিজান পাবলিশার্স থেকে মিজান ভাই প্রায় দুই বছর ধরেই বলছেন বই দিতে। কিন্তু আমার লেখা শেষ হয় না।
"জুলাই আন্দোলনে যখন সব স্থবিরতা শুরু হল তখন আমার স্বামী অরুণ চৌধুরী বললেন বইটা লিখে শেষ করতে। তখনই লেখা শুরু করে জানুয়ারি মাসে শেষ করি। তখনো ভেবেছিলাম বইটা দিব না। কিন্তু মিজান ভাইয়ের জন্যই দেওয়া। এরমধ্যে শুটিং ছিল, সব কিছু মিলিয়েই আসলে দেরি হয়ে গেল।"
বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসে বইটি প্রকাশ পেয়েছে বলে জানিয়েছেন চয়নিকা।
বইয়ের গল্প নিয়ে এই নির্মাতা বলেন, "বইয়ে একটি ভালোবাসার সম্পর্কের গল্প আছে, সবার ভালো লাগবে।"
এর আগে, ২০১৪ সালে এই নির্মাতার প্রথম বই 'মায়াঘর' প্রকাশ হয়েছিল সেবারের বই মেলায়।
চয়নিকার লেখা ‘বোধ’ নামের নাটক আসে ১৯৯৮ সালে।
এরপর ২০০১ সালে ‘শেষ বেলায়’ নাটক বানিয়ে নির্মাতার খাতায় নাম লেখান তিনি। এখন পর্যন্ত ২০০টির বেশি নাটক লিখেছেন এবং পরিচালনা করেছেন সাড়ে চারশর বেশি।
চয়নিকা চৌধুরী নির্মিত চলচ্চিত্রগুলো হল 'বিশ্বসুন্দরী', 'প্রহেলিকা' ও 'কাগজের বউ'।