নিউ ইয়র্কের একটি এক হাসপাতালে শাহরুখের বাম চোখে অস্ত্রোপচার করা হবে।
Published : 31 Jul 2024, 12:21 AM
অনন্ত আম্বানির বিয়ে বা পরিচালক বন্ধু ফারাহ খানের মায়ের শেষকৃত্যানুষ্ঠান-এই কদিন দিনে বা রাতে যেখানেই বলিউডি নায়ক শাহরুখ খানকে দেখা দেছে, তার চোখে ছিল কালো চশমা। সারাক্ষণ রোদচশমা ব্যবহারের কারণ হল চোখের সমস্যায় ভুগছেন শাহরুখ খান। সেজন্য চোখে অস্ত্রোপচার করাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
এনডিটিভি বলছে, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রে ফ্লাইট ধরবেন এই নায়ক। সেখানকার এক হাসপাতালে তার বাম চোখে অস্ত্রোপচার করা হবে।
অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন শাহরুখ। ওই সময়ে মুাম্বইয়ে চোখের চিকিৎসা করান তিনি। কিন্তু তাতে সুরাহা হয়নি বলে উড়াল দিতে হচ্ছে বিদেশের উদ্দেশে।
এই বছরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন শাহরুখ। মে মাসে তীব্র দাবদাহের সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওই সময়ে আহমেদাবাদের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
শাহরুখকে শেষ পর্দায় দেখা গিয়েছিল রাজকুমার হিরানীর ‘ডানকি’ সিনেমায়। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে বলিউডকে মন্দা দশার হাত থেকে বাঁচান শাহরুখ। আগামীতে তাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ সিনেমায়।
যেখানে তার মেয়ে সুহানা খান অভিনয় করতে চলেছেন। এছাড়া খল চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে।
শাহরুখ ও গৌরি খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইমেন্ট’ এর সঙ্গে যৌথভাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের প্রতিষ্ঠান ‘মারফিক্স পিকচার্স’ এর ব্যানারে ‘কিং খান’ নির্মিত হচ্ছে।
চলতি বছরের অক্টোবর-নভেম্বরের দিকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন সুজয়। মুক্তির তারিখ আপাতত ধরা হয়েছে আগামী বছরের শেষ নাগাদ বা ২০২৬ সালের শুরুর দিকে।
আরও পড়ুন
তবে কি 'জওয়ান' লুকেই ফের আসছেন শাহরুখ?