‘গান্ধী গডসে: এক যুদ্ধ’ সিনেমা নিয়ে নয় বছর পর ক্যামেরায় ফিরছেন ভারতের জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা রাজকুমার সন্তোষী। মোহনদাস করমচাঁদ গান্ধীকে যিনি হত্যা করেছিলেন, সেই নাথুরাম গডসের সঙ্গে গান্ধীর ‘মতাদর্শের’ লড়াই নিয়ে আবর্তিত হয়েছে সিনেমার কাহিনী। সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে মঙ্গলবার। গান্ধী চরিত্রটি করেছেন দীপন আন্তানি, আর গডসে হয়ে পর্দায় এসেছেন চিন্ময় মণ্ডেলেকর। সিনমার সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। চলতি বছরের ২৬ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
ফ্যাশন সচেতন জাহ্নবী কাপুর সোশাল মিডিয়ায়ও সমান সক্রিয়; সম্প্রতি নাকছাবি পরে কিছু ছবি তুলেছেন শ্রীদেবীকন্যা। এই সাজে তিনি মোহনীয় হয়ে ধরা দিয়েছেন ভক্তদের মাঝে।