শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি প্রেক্ষাগৃহে চলবে ‘অন্তর্জাল’।
Published : 24 Jan 2024, 01:43 AM
কয়েক দফা পেছানোর পর অবশেষে মুক্তি পাচ্ছে সাইবার অপরাধধর্মী অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’; একই দিনে হবে আন্তর্জাতিক রিলিজও। যুক্তরাষ্ট্র, কানাডাসহ একাধিক দেশের সিনেমা হলে প্রদর্শন করা হবে এটি। দেশের বাইরেও রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি বলে দাবি প্রযোজক প্রতিষ্ঠানের।
আগামী ২২ সেপ্টেম্বর মুক্তির তারিখ নির্ধারণের কথা মঙ্গলবার প্রযোজক মোহাম্মদ আলী হায়দারের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে প্রথমে গত কোরবানি ঈদে, পরে জুলাইতে এবং চলতি মাসের শুরুতে এটি সিনেমা হলে আসার কথা থাকলেও তা পেছানো হয়।
প্রযোজক জানিয়েছেন, শুধু কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি প্রেক্ষাগৃহে চলবে ‘অন্তর্জাল’। তার দাবি, এটাই আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ ‘থিয়েট্রিক্যাল রিলিজের’ রেকর্ড। বাংলাদেশের চাইতেও আমেরিকার বেশি সিনেমা হলে অন্তর্জাল মুক্তি পাচ্ছে জানিয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে দেশে কতটি প্রেক্ষাগৃহে এটি চালানো হবে তা বলা হয়নি।
উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কেয়ারক্রো। দেশে সিনেমাটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। স্বপ্ন স্কেয়ারক্রো জানায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, মিশিগান, ওহাইও, কেনটাকি, ইন্ডিয়ানা, ইলিনয়, ক্যানসাস, আইওয়া, উইসকনসিন, টেনেসি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডা, অ্যালাবামা, লু্ইজিয়ানা, টেক্সাস, ডেলাওয়্যার, ওকলাহোমা, কলোরাডো, অ্যারিজোনা, নেভাডা ও ওরিগন অঙ্গরাজ্যের ১৪৩টি হলে একযোগে চলবে এটি। পাশাপাশি কানাডার অন্টারিও, অ্যালবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া ও মানিটোবা প্রভিন্সের সাতটি প্রক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
প্রযোজক হায়দার বলেন, "বাংলাদেশের চলচ্চিত্রের দিন বদলে যাচ্ছে, বিশ্বের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতার বাজারে এগিয়ে যাচ্ছে বাংলা সিনেমা। একসময় দেখা যেতো সারা দেশে মুক্তি পাচ্ছে, এখন দেখা যাচ্ছে সারা বিশ্বে মুক্তি পাচ্ছে বাংলা সিনেমা।"
‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ এর পরিচালক দীপংকর দীপন। তিনি বলেন, সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ বেড়েই চলছে।
সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মোহাম্মদ বারী, মাশরুর ইনান, অমিত সিনহা।
প্রযুক্তিতে এগিয়ে যাওয়া স্মার্ট তরুণদের জীবনের সঙ্গে প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মবিশ্বাসের বুননে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার জগত আর প্রযুক্তির সিনেমা ‘অন্তর্জাল’ এর প্লট গবেষণা করেছেন ও গল্প লিখেছেন আশা জাহিদ ও সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই, সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ।
সরকারের আইসিটি ডিভিশনের ‘অনুপ্রেরণায়’ নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)