“ছোটবেলায় ওর সিরিয়ালগুলো দেখতাম। আশা করছি, একসঙ্গে কাজ করতেও ভালো লাগবে,” বলেন অভিনেত্রী।
Published : 27 Jan 2024, 09:23 AM
বাংলার একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এবার বলিউডের এক অভিনেতার বিপরীতে দেখা যাবে তাকে। প্রতিম ডি গুপ্ত পরিচালিত হিন্দি সিনেমা ‘চালচিত্র’ এ শান্তনু মহেশ্বরীর সঙ্গে জুটি বাঁধবেন স্বস্তিকা।
এই অভিনেত্রী নিজেই বললেন, “‘চালচিত্র’ এ শান্তনুর বিপরীতে দেখা যাবে আমাকে। খুব গভীর সম্পর্কে রয়েছে, এটুকুই শুধু বলতে পারব। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, শান্তনুর সঙ্গে কাজ করার জন্য আমি খুবই উত্তেজিত। ছোটবেলায় ওর সিরিয়ালগুলো দেখতাম। আশা করছি, একসঙ্গে কাজ করতেও ভালো লাগবে।”
‘গভীর জলের মাছ’র এই অভিনেত্রী আরও বলেন, তিনি এখন বিভিন্ন ধরনের চরিত্র নিয়ে পরীক্ষা করতে চান। তবে আর ছোট পর্দায় কাজ করবেন না, এমনটা নয়। দুর্গাপুজার পর আবারও ছোট পর্দায় দেখা যেতে পারে তাকে। তবে সবটাই নির্ভর করছে গল্প ও পরিস্থিতির উপর।
২৩ সেপ্টেম্বর থেকে নতুন সিনেমার কাজ শুরু করবেন স্বস্তিকা। এ সিনেমায় স্বস্তিকা ছাড়াও কাজ করছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরী। সংবাদ সূত্র: আনন্দবাজার অনলাইন
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)