তিন অভিনেতাকে ফের নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে।
Published : 04 Dec 2024, 12:17 PM
মোশাররফ করিম, শামীম জামান এবং আ খ ম হাসানের বন্ধুত্বের কথা তাদের সহশিল্পীদের সবারই জানা। কাছাকাছি সময়ে মঞ্চ নাটক থেকে যাত্রা শুরু তাদের। কেবল মঞ্চ নয়, একসঙ্গে পর্দায়ও দেখা যায় এই ত্রয়ীকে।
এই তিন অভিনেতাকে ফের নতুন একটি ধারাবাহিক নাটকে দেখা যাবে। নাটকের নাম ‘শাদী মোবারক’। পরিচালনা করেছেন শামীম জামান।
আহাম্মেদ শাহাবুদ্দিনের রচনায় গাজীপুরের পূবাইলে নাটকটির শুটিং চলছে।
নাটকে দেখা যাবে, পাঁচ ভাই-বোনের সংসারে শামীম জামান সবার বড়। মেজো ভাই মোশাররফ করিম আর সেজো হচ্ছে আ খ ম হাসান।
বড় ভাইয়ের গাত্রবর্ণ কালো হওয়ায় তার বিয়ে হচ্ছে না তার। বড় ভাইয়ের কারণে ছোট দুই ভাইও বিয়ে করতে পারছে না। কারণ তাদের বাবা বলে দিয়েছেন, বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইরা বিয়ে করতে পারবে না। যা নিয়ে বাধে বিপত্তি।
নাটক নিয়ে শামীম জামান বলেন, "ধারাবাহিকটির মাধ্যমে আমরা তিন বন্ধু ফের কাজ শুরু করলাম। সাধারণ মানুষের জন্য সাধারণ গল্পেই নির্মিত হয়েছে নাটকটি।"
‘শাদী মোবারক’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন রোবেনা রেজা জুঁই, সমাপ্তি, মিম চৌধুরী, লাবণ্য লিজা, রিজমিন সেতু, জয় রাজ।
শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনের পর্দায় ‘শাদী মোবারকের’ প্রচার শুরু হবে।