পরিচালকরা মনে করছেন সরকার পতনের এই প্রেক্ষাপটে সিনেমা মুক্তির পরিবেশ এখনো তৈরি হয়নি।
Published : 17 Aug 2024, 08:56 AM
ছাত্র আন্দোলন, সংঘাত-সহিংসতা এবং সরকার পতনের প্রেক্ষাপট ঘিরে সিনেমা মুক্তিতে স্থবিরতা নেমেছে দেশের সিনেমা জগতে।
চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু গ্লিটজকে বলেছেন, গত এক মাসে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। এমনকি মুক্তির জন্য নতুন তারিখ ঠিক করারও উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বলেছে, দেশে সর্বশেষ গত জুলাই মাসে মুক্তি পেয়েছে শবনম ফেরদৌসীর 'আজব কারখানা'।
জুলাই ও অগাস্ট মাস জুড়ে মুক্তির কথা ছিল পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’, সাদিক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাকশন’, সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’, মনতাজুর রহমান আকবরের দুটি সিনেমা ‘অমানুষ হলো মানুষ’ ও 'জিম্মি' সিনেমা এবং সাইদুর রহমান সজলের 'শক্তি থেকে মুক্তি' সিনেমাটিরও আসার কথা ছিল।
সৌমেন রায় বাবু গ্লিটজকে বলেন, “মুক্তির অপেক্ষায় থাকা বেশিরভাগ সিনেমা কবে হলে আসবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”
তবে ‘অমানুষ হলো মানুষ’ সিনেমাটি আগামী ২৩ অগাস্ট মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক মনতাজুর রহমান আকবর।
আকবর গ্লিটজকে বলেন, “৯ অগাস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মুক্তি পিছিয়ে দেওয়া হয়। তবে এখন যেহেতু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে এবং আমাদেরও মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন তাই সিনেমাটি মুক্তি নিয়ে দীর্ঘ সময় নিতে চাচ্ছি না। আশা করছি আমার এই সিনেমা দিয়েই প্রায় দেড় মাস পর দেশের হল চালু হবে।”
আকবর জানিয়েছেন, বর্তমান সমাজব্যবস্থার নানা অসঙ্গতি ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌ খান ও মনোয়ার হোসেন ডিপজল।
সরকার পতনের পর দেশের বিভিন্ন শিল্প স্থাপনায়ও হামলার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে সিনেমা হলও। রাজশাহীর স্টার সিনেপ্লেক্স, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব ও নাটোরের আনন্দ সিনেপ্লেক্সে হয়েছে ভাঙচুর-লুটপাট। এই পরিস্থিতিতে অনেক সিনেমা হলের দরজায় এখন তালা ঝুলছে।
মুক্তির অপেক্ষায় থাকা ‘হৈমন্তীর ইতিকথা’র পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন গ্লিটজকে বলেছেন, এই সময়ে তিনি সিনেমা মুক্তির কথা ভাবছেন না।
“মানুষের আতংক কেটে উঠুক তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে,” বলেন সাখাওয়াৎ।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে ‘হৈমন্তীর ইতিকথা’ তৈরি হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ঐশিকা ঐশি এবং সাইফ খান।
‘নন্দিনী’ সিনেমার নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল গ্লিটজকে বলেন, “এই সিনেমাটি নিয়ে আমার দীর্ঘ সময়ের পরিশ্রম গেছে, তাই এই পরিস্থিতিতে সিনেমা মুক্তি দিতে চাইছি না। ভালো সময়ের অপেক্ষায় আছি।”
‘নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ এই সিনেমা নির্মাণ করেছেন পরিচালক রাসেল।
এর আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় সাদিকা পারভীন পপি অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশন’। এবারও বাধ্য হয়ে সিনেমা মুক্তির তারিখ পরিবর্তন করতে হচ্ছে পরিচালককে।
সিদ্দিকী বলেন, “দেশের পরিস্থিতি একটু উন্নত হলেও, হলে সিনেমা দেখার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। তাই মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছি। সামনে ভালো কোনো সময়ে মুক্তি দেওয়া হবে।”
‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। এতে পপির বিপরীতে আছেন আমিন খান। সিনেমায় আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলাসহ আরো অনেকে।
পরিচালক সাইদুর রহমান সজল নির্মাণ করেছিলেন ‘শক্তি থেকে মুক্তি’ সিনেমা। গত ৯ অগাস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বাংলাদেশ এবং উন্নয়নের অগ্রযাত্রার নানা গল্পে সিনেমাটি বানানো হয়।
পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন সজল। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা।