ফোরামে ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নযাত্রার অনুপ্রেরণা’ শীর্ষক বক্তৃতা দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
Published : 08 Dec 2023, 03:00 PM
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বৈশ্বিক বিশেষজ্ঞ প্যানেলের একজন সদস্য হিসেবে দিল্লিতে অনুষ্ঠিত গ্লোবাল ইকোনমিক পলিসি ফোরামে অংশ নিয়েছেন।
ভারতের অর্থ মন্ত্রণালয় এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) গত ৭ ও ৮ ডিসেম্বর দিল্লিতে যৌথভাবে এ ফোরামের আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবারের ফোরামের থিম ছিল ‘বিরাজমান সংকটের মধ্যে বিশ্বব্যাপী সমৃদ্ধির কৌশল নির্ধারণ’। ভারতের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে এ ফোরামে ‘বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নযাত্রার অনুপ্রেরণা’ শীর্ষক বক্তৃতা দেন সালমান এফ রহমান।
বাংলাদেশ কীভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করতেই তাকে এ ফোরামে আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে অন্যান্য উন্নয়নশীল দেশও বাংলাদেশের সাফল্য থেকে নীতিগত ধারণা ও অনুপ্রেরণা পেতে পারে।
ফোরামে বাংলাদের অগ্রযাত্রা নিয়ে বক্তব্য দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন সালমান এফ রহমান।