গম কিনতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 08:50 PM BdST Updated: 23 Jun 2022 08:50 PM BdST
ইউক্রেইন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার বলয়ে থাকা রাশিয়া থেকে গম আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন মজুমদার সংসদে জানিয়েছেন, ২ লাখ টন গম বাংলাদেশে রপ্তানি করতে রাশিয়া প্রস্তাব দিয়েছে।
এনিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে এক দফা আলোচনা হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় জেরবার রাশিয়া।
ইউক্রেইন সঙ্কট: একের পর এক নিষেধাজ্ঞা রাশিয়ার উপর
রাশিয়া থেকে সার কেনার প্রস্তাব মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন
রাশিয়া বাণিজ্য: ভারতের ‘বুদ্ধি’ চাইলেন মোমেন
এরপর রাশিয়া বাংলাদেশকে গম ও জ্বালানি তেল রপ্তানির প্রস্তাব দিলেও পশ্চিমাদের রোষে পড়ার ঝুঁকি নিয়ে বাংলাদেশ সে পথে এগোয়নি।
এই সময়ে রাশিয়া বাণিজ্যের পথ খোলা যে কঠিন, তা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, “আমরা গরিব দেশ, ছোটোখাটো দেশ, আমাদের উপর মাতব্বরি একটু বেশি।”
তবে ভারতসহ বিভিন্ন দেশ রাশিয়া থেকে পণ্য আমদানির পথে এগিয়ে যাওয়ার পর এখন বাংলাদেশও সেই পথে চলতে চাইছে।
ইরানকে ৫০ লাখ টন গম ও শস্য দিচ্ছে রাশিয়া
খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে গম আমদানি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা গম আমদানির প্রস্তাব করেছি। তারাও রপ্তানি করার আগ্রহ দেখিয়েছে।”
আগামী ৪ জুলাই আরেক দফা আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, “সেখানে আরও কিছু বিষয় চূড়ান্ত হবে।”
রাশিয়া থেকে গম আমদানি করলে ডলারেই মূল্য পরিশোধ হবে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ ও সরবরাহ অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাশিয়ার থেকে সার ও খাদ্য আমদানির বিষয়ে একটি এমওইউ রয়েছে। বাংলাদেশ ডলারেই আমদানি মূল্য পরিশোধের কথা বলেছে।”
৬০ দিন থেকে ৯০ দিনের মধ্যে পণ্য সরবরাহ নিশ্চিত করতে রাশিয়াকে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী বৈঠকে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে।
দেশে বছরে ৬০ থেকে ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে। গত ২০২০-২১ অর্থবছরে দেশি জোগান ছাড়াও বেসরকারিভাবে প্রায় ৫৩ লাখ টন গম আমদানি হয়েছিল। চলতি অর্থবছরের ১১ মাসে আমদানি হয়েছে ২৩ লাখ টন।
-
ব্যয় সঙ্কোচন: ‘কম গুরুত্বের’ প্রকল্পে অর্থ ছাড় বন্ধ
-
একদিনে যেকোন অঙ্কের রেমিটেন্স পাঠানো যাবে
-
‘গ্যাস সঙ্কট’ বাড়াচ্ছে বিদ্যুতের লোডশেডিং
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
অর্থবছর শেষে রেমিটেন্স কমলো ১৫ শতাংশ
-
সরকারের ব্যয় সাশ্রয়ে গাড়ি কেনা, সভার সম্মানি বন্ধ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'