ইউক্রেইনে যুদ্ধের জেরে বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 May 2022 02:02 PM BdST Updated: 26 May 2022 02:14 PM BdST
-
বিশ্বজুড়ে মানুষকে জীবনযাত্রার বাড়তি খরচ যোগাতে হিমশিম খেতে হচ্ছে। ছবি: রয়টার্স
-
বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস
ইউক্রেইনে চলমান যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও সারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস।
বুধবার যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমরা কীভাবে মন্দা এড়াতে পারি- সেই পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।”
বিবিসি লিখেছে, সামনের দিনগুলোতে বৈশ্বিক অর্থনীতি সঙ্কুচিত হয়ে আসতে পারে বলে সতর্কবার্তা আসছিল গত কিছুদিন ধরে। এবার তার সঙ্গে যুক্ত হল বিশ্ব ব্যাংক প্রধানের এই আশঙ্কা।
কোনো বছর মোট উৎপাদন আগের বছরের তুলনায় কতটা বাড়ল, সেই পরিমাণকে অর্থনীতির ভাষায় বলা হয় জিডিপি প্রবৃদ্ধি, যা শতকরা হারে প্রকাশ করা হয়। কোনো বছর মোট উৎপাদন না বেড়ে কমে গেলে বলা হয় অর্থনীতি ‘সঙ্কুচিত’ হয়েছে। তখন জিডিপি প্রবৃদ্ধির হার নেমে আসে শূন্যের নিচে। অর্থনীতির ওই দশাকেই ‘মন্দা’ বলে।
ডেভিড ম্যালপাস বলেন, করোনাভাইরাস ঠেকাতে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে ধারাবাহিক লকডাউনের কারণেও অর্থনীতির গতি ধীর হয়ে যাচ্ছে, যা উদ্বেগ সৃষ্টি করেছে।
“আমরা বৈশ্বিক জিডিপির দিকে যদি তাকাই... কীভাবে একটি মন্দা আমরা এড়াব, তার একটি পথ পাওয়া এ মুহূর্তে খুবই মুশকিল। শুধু জ্বালানির দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কাই এককভাবে একটি মন্দার সূচনা করার জন্য যথেষ্ট।”
গত মাসে বিশ্ব ব্যাংক এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস প্রায় পুরো এক শতাংশ পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ২ শতাংশে নামিয়ে এনেছে।
প্রতিটি দেশ এই জিডিপির তথ্যের ওপর ভিত্তি করেই অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনা সাজায়, কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের মুদ্রানীতি ও সুদের হার নির্ধারণ করে। বিনিয়োগ প্রবণতাও এর মাধ্যমে প্রভাবিত হয়, কারণ সামনে খারাপ দিনের আভাস থাকলে টাকা খাটানোর ঝুঁকি না নেওয়াটাই স্বাভাবিক।

বিশ্ব ব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস
ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত ওই ভার্চুয়াল অনুষ্ঠানে বিশ্ব ব্যাংক প্রধান বলেন, রাশিয়া ওই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ করার উদ্যোগ নিলে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি ‘উল্লেখযোগ্য মাত্রায় ধীর’ হয়ে যাবে।
জ্বালানির বাড়তি দাম এরই মধ্যে ইউরোপের সবচেয়ে বড় এবং ইউক্রেইনে যুদ্ধের জেরে বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিকে বিপাকে ফেলে দিয়েছে। সার, খাদ্য ও জ্বালানি সংকটের কারণে উন্নয়নশীল দেশগুলোও ভুগছে।
চীনের বড় শহরগুলোতে লকডাউন চলার বিষয়টি নিয়েও উদ্বেগ জানান ম্যালপাস। বিশেষ করে দেশটির আর্থিক, উৎপাদন, ও জাহাজ যোগাযোগের কেন্দ্র সাংহাইয়ের কথা তিনি উল্লেখ করেন।
“চীনে এরইমধ্যে আবাসন খাতে এক ধরনের সঙ্কোচন চলছে, তাই ইউক্রেইনে যুদ্ধ শুরুর আগেই ২০২২ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এরপর নতুন করে কোভিড লকডাউন জারি হওয়ায় সে দেশের প্রবৃদ্ধির প্রত্যাশাকে আরও কমিয়ে দিয়েছে।”
চীনের প্রধানমন্ত্রী লি কেচিয়াংও বুধবার স্বীকার করেছেন, ২০২০ সালে করোনাভাইরাস মহামারী শুরুর সময়ের লকডাউনের চেয়ে, এবার দ্বিতীয় পর্যায়ের কঠোর লকডাউনে অনেক বেশি ধাক্কা সইতে হচ্ছে তাদের অর্থনীতিকে। লকডাউনের পর কারখানা চালু করতে কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
-
ব্যয় সঙ্কোচন: ‘কম গুরুত্বের’ প্রকল্পে অর্থ ছাড় বন্ধ
-
একদিনে যেকোন অঙ্কের রেমিটেন্স পাঠানো যাবে
-
‘গ্যাস সঙ্কট’ বাড়াচ্ছে বিদ্যুতের লোডশেডিং
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
অর্থবছর শেষে রেমিটেন্স কমলো ১৫ শতাংশ
-
সরকারের ব্যয় সাশ্রয়ে গাড়ি কেনা, সভার সম্মানি বন্ধ
-
মূল্যস্ফীতি-ডলার সংকট: প্রকল্প ব্যয়ে ‘সংযত’ হওয়ার পরামর্শ
-
নতুন অর্থবছরের বাজেট পাস
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- 'গালতিয়ে পিএসজির কোচ হলে সবার জন্যই ভালো হবে'