সার উৎপাদন ও মজুদের সঠিক হিসাব রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 May 2022 07:49 PM BdST Updated: 14 May 2022 08:02 PM BdST
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষকদের কাছে যথাসময়ে সার পৌঁছে দিতে যেকোনো মূল্যে ইউরিয়ার উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
শনিবার জামালপুরে যমুনা সার কারখানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি সার উৎপাদন ও মজুদের সঠিক হিসাব রাখার নির্দেশনাও দিয়েছেন বলে শিল্প মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শিল্প সচিব উৎপাদনশীলতা বাড়িয়ে সারের উৎপাদন খরচ কমিয়ে আনার তাগিদও দেন কর্মকর্তাদের।
যমুনা সার কারখানা পরির্দশনকালে তিনি বলেন, "নিরবিচ্ছিন্ন সার উৎপাদন অব্যাহত রাখতে হবে। অনিবার্য কারণ ছাড়া কারখানার উৎপাদন বন্ধ করা যাবে না।"
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে জাপানের আর্থিক সহায়তায় ২০০ একর জায়গা নিয়ে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠা করা হয়। এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ইউরিয়া সার প্রায় ৫ লাখ ৬১ হাজার টন এবং অ্যামোনিয়া প্রায় ৩ লাখ ৫৬ হাজার টন।
গ্যাসের স্বল্পচাপ প্রসঙ্গে সচিব বলেন, গ্যাসের সমস্যা সমাধানে পেট্রোবাংলাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি সার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন এবং বাল্ক গোডাউন, স্টোর ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন।
এসময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস আলম, জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান, যমুনা ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
-
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?
-
অগ্রাধিকামূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
-
অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা
-
বাজেট হবে সবার কথা ভেবে: অর্থমন্ত্রী
-
জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%
-
এলএনজি ও সার কেনায় আরও কিছুটা ‘সাশ্রয়’
-
‘একই দরে’ ডলার কেনাবেচা করবে ব্যাংক
-
পাচার হওয়া অর্থ ফেরাতে ‘দায়মুক্তির’ ঘোষণা আসছে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে