সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের ওয়েবিনার মঙ্গলবার

সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবদের সংগঠন সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের ওয়েবিনার ও ওয়ার্কিং গ্রুপের বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2021, 01:46 PM
Updated : 21 June 2021, 01:46 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্ক ফাইন্যান্স সেল ভাচুর্য়াল প্ল্যাটফর্মে এই ওয়েবিনারের আয়োজন করছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘সার্কভূক্ত দেশসমূহে কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, নীতি প্রণয়ণ ও তার প্রভাব’ নিয়ে ওয়েবিনারে আলোচনা হবে।

এতে চলমান কোভিড-১৯ সংকট বিষয়ে সার্ক ফাইন্যান্সের প্রতিটি সদস্য কেন্দ্রীয় ব্যাংক কান্ট্রি পেপার উপস্থাপন করবে এবং সংকটকালীন সময়ে তাদের অভিজ্ঞতা বিনিময় করবে।

ওয়েবিনারের উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোঃ নাছের।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার নির্বাহী পরিচালক ড. মৃদুল কুমার সাগর।

বাংলাদেশসহ সার্ক ফাইন্যান্স নেটওয়ার্কের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।

সার্কভুক্ত আটটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ সচিবের সমন্বয়ে ১৯৯৮ সালে ১০ম সার্ক সামিটের সিদ্ধান্তে সার্ক ফাইন্যান্স নেটওয়ার্ক গঠিত হয়।

সামষ্টিক অর্থনীতির বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণে সার্কভুক্ত দেশগুলোর অভিজ্ঞতা ও মতামত আদান প্রদান করা এই নেটওয়ার্কের মূল কাজ।