কাতার-সৌদি আরব থেকে ৮০ হাজার টন সার আমদানিতে সায়

কাতার ও সৌদি আরব থেকে ৮০ হাজার টন সার আমদানিতে সায় দিয়েছে সরকার। রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১৭৯ কোটি ৩৭ লাখ টাকায় এ সার আনা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2020, 12:28 PM
Updated : 17 Dec 2020, 12:28 PM

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোস্তফা কামাল জানান, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে চুক্তিবদ্ধ ৬ লাখ ৫০ হাজার টন ইউরিয়া সারের মধ্যে নবম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি) থেকে এ সার আমদানি হবে। এর ক্রয় মূল্য ৬৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা। প্রতি টনের দাম পড়ছে ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে কাতার কেমিকেল অ্যান্ড পেট্রোকেমিকেল মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (মুনটাজাত) থেকে নবম লটে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয় সভায়। এর ক্রয় মূল্য ৫৫ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩১২ টাকা এবং প্রতি টন সারের দাম ২৬২ দশমিক ৩৭৫ মার্কিন ডলার ।

অতিরিক্ত সচিব জানান, রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (এসএবিআইসি)  থেকে ১১তম লটে ২৫ হাজার টন বাল্ক প্রিল্ড  ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ৫৬ কোটি ৭০ লাখ ৪১ হাজার ২৫০ টাকায় এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ২৬৭ মার্কিন ডলার।

এছাড়া সভায় বিদ্যুৎ বিভাগের বাস্তবায়ানাধীন ‘টিএ ফর বাংলাদেশ পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং’ প্রকল্পের আওতায় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রের এনআরইসিএ ইন্টারন্যাশনালকে ৪২ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার ৮০৮ টাকায় নিয়োগের চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) শতভাগ বিদ্যুতায়নের জন্য বিদ্যুৎ বিতরণ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ১১ কেভি ওভারহেড ইনসুলেটেড কনডাক্টর ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান বিআরবি কেবলসের কাছ থেকে ২৬ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৭০০ টাকায় এ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জরুরি প্রয়োজনে ৭৫ কোটি টাকার ঢেউটিন ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের নীতিগত অনুমোদন প্রস্তাবে সায় দেওয়া হয়।