তিন দিন ভ্যাট সার্কেল অফিস খোলা রাখবে এনবিআর

নভেল করোনাভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে তিন দিন ভ্যাট সার্কেল অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জাফর আহমেদ জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 04:53 PM
Updated : 10 April 2020, 04:53 PM

আগামী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সীমিত আকারে এসব অফিস খোলা রাখা হবে বলে শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে লক্ষ্যে এনবিআর শুধু ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”

অর্থাৎ আগামী রবি থেকে বুধবার পর্যন্ত এনবিআরের ভ্যাট সার্কেল অফিসগুলো সীমিত আকারে খোলা রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মো’মেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানত ভ্যাট আইনের নির্দেশনা পালনের জন্য বাধ্য হয়ে সীমিত আকারে সার্কিল অফিসগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তাই এই মাসে মোট চার দিন সার্কেল অফিস সীমিত আকারে খোলা রাখা হবে।

“একই সময়ে এনবিআর প্রধান কার্যালয়ও সীমিত আকারে খোলা থাকবে।”

চলতি অর্থবছরের সাত মাসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণে বেশ পিছিয়ে রয়েছে এনবিআর। সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের (জুলাই-জানুয়ারি) প্রথম সাত মাস পর্যন্ত রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৭১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২২ দশমিক ৮৫ শতাংশ কম।

এই সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯ কোটি টাকা।

তবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে গত ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ৮ দশমিক ৪৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের প্রথম সাত মাসে আদায় হয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৯১ কোটি টাকা।

চলতি ২০১৯-২০ অর্থবছরের জন্য্য সরকার শুধু জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।