
প্রথম দিনে ৩২৩ কোটি ১৯ লাখ টাকা আয়কর আদায়
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Nov 2019 12:58 AM BdST Updated: 15 Nov 2019 12:59 AM BdST
-
বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলার প্রথমদিনে করদাতাদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি
-
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলায় করদাতারা। ছবি: মাহমুদ জামান অভি
-
বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলার প্রথমদিনে করদাতাদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি
-
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলায় করদাতারা। ছবি: মাহমুদ জামান অভি
রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হওয়া সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনেই প্রায় ৩২৩ কোটি ১৯ লাখ টাকার আয়কর আদায় হয়েছে।
বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাতীয় আয়কর মেলা ২০১৯’-এর প্রথম দিনেই অফিসার্স ক্লাব মেলা প্রাঙ্গণ থেকে এক লাখ ৩৫ হাজার ৭৫৮ জন সেবা নিয়েছেন। এরমধ্যে ৬৩ হাজার ২৭২ জন রিটার্ন দাখিল করেছেন এবং চার হাজার ৩৬৬ জন নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন।

রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলায় করদাতারা। ছবি: মাহমুদ জামান অভি
এনবিআর জানায়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুপুরে অফিসার্স ক্লাবে মেলার উদ্বোধন করলেও সকাল ৯টা থেকেই মেলায় আয়কর আদায় কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টায় প্রথম দিনের আয়কর আদায় কার্যক্রম শেষ হয়।

বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলার প্রথমদিনে করদাতাদের ভিড়। ছবি: মাহমুদ জামান অভি
এবারের আয়কর মেলার পরিধি গত বছরের তুলনায় বৃদ্ধি করে আয়কর রিটার্ন দাখিলের পাশাপাশি ই-টিআইন গ্রহণ, ই-পেমেন্ট, ই-ফাইলিং এবং ই-পেমেন্টের ব্যবস্থা করা হয়েছে। এবারের মেলার বিশেষ আকর্ষণ মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করে করদাতারা রকেট, নগদ, বিকাশ ও শিওর ক্যাশের মাধ্যমে আয়কর জমা দিতে পারছেন।

রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে বৃহস্পতিবার আয়কর মেলায় করদাতারা। ছবি: মাহমুদ জামান অভি
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- হাজার কোটি টাকায় হবে জাপানি অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো উন্নয়ন
- সেই বাড়তি দামেই কেনা হচ্ছে পাসপোর্ট
- গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
- কৃষি ও প্রাণসম্পদের উন্নয়নে দুই প্রকল্প উদ্বোধন
- দুই প্রকল্পে ৩৩ কোটি ৩২ লাখ ডলার দিচ্ছে এডিবি
- অর্থপাচার: চাইলেই শুল্ক গোয়েন্দাদের তথ্য দিতে হবে ব্যাংকগুলোকে
- মানব উন্নয়ন সূচকে এবার অগ্রগতি এক ধাপ
সর্বাধিক পঠিত
- সর্বোচ্চ আদালতেও জামিন মেলেনি, মুক্তি হচ্ছে না খালেদার
- নাগরিকত্ব বিল: আসামে কারফিউ ভেঙে রাজপথে হাজারো জনতা
- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যারা
- আইপিএলের নিলামে মুশফিক
- ‘ছক্কার ট্রেনিং করি না’, ৯ ছক্কার পর বললেন শানাকা
- মুস্তাফিজের বোলিংয়ে হতাশ ও বিরক্ত হাবিবুল
- এত বড় ‘নো’ বল!
- মাশরাফি-তামিমদের উড়িয়ে রাজশাহীর শুরু
- দুই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নৈপুণ্যে জিতল রিয়াল
- গোল উৎসবে গ্রুপ পর্ব শেষ পিএসজির