২০টি ইঞ্জিন কিনতে হুন্দাইয়ের সঙ্গে রেলওয়ের চুক্তি

বিশটি মিটারগেজ লোকোমোটিভ কিনতে কোরিয়ার হুন্দাই রোটেমের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 02:24 PM
Updated : 18 March 2019, 02:29 PM

সোমবার রেলভবনে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ ও ১৫০ টি মিটারগেজ কোচ ক্রয়’ প্রকল্পের পরিচালক আব্দুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুয়াং উক কিম ক্রয়চুক্তিতে সই করেন।

রেলওয়ের এসব ইঞ্জিন কিনতে খরচ হবে ৬৭৪ কোটি নয় লাখ ৭৭ হাজার ৩৮২ টাকা। এতে অর্থায়ন করছে ইকোনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড, কোরিয়া এবং বাংলাদেশ সরকার।

বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ১৭৮টি মিটারগেজ ইঞ্জিন রয়েছে। এরমধ্যে ১৩৯টির আয়ুষ্কাল ২০ বছর শেষ হয়ে গেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, রেলের উন্নয়নে চেষ্টা করবেন তিনি।

“মানুষকে রেলের মাধ্যমে কাঙ্ক্ষিত সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। ইঞ্জিন পাওয়া শুরু করলে বেশি পরিমাণে রুটে ট্রেন চালানো সম্ভব হবে এবং এতে বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।”

নুরুল ইসলাম সুজন বলেন, উন্নত বিশ্বের রেল ব্যবস্থাও উন্নত। বাংলাদেশও সেদিকে নিয়ে যাওয়া হবে।

“উন্নত দেশে যোগাযোগ ব্যবস্থায় সব খাতকে খাতকে সমানভাবে উন্নয়ন করে থাকে। আমরা রেলকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব। নতুন কোচ, ইঞ্জিন দিয়ে রেল ব্যবস্থা ঢেলে সাজানো যাবে।”

রেলের ভাড়া বাড়ানো হবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, ভাড়া বাড়ানোর কোনো চিন্তা আপাতত নেই।

“তবে অন্যান্য যানবাহনের সাথে রেলওয়ের ভাড়া তুলনা করার জন্য একটি কমিটি করা হয়েছে।”

অনুষ্ঠানে রেল সচিব মো. মোফাজ্জেল হোসেন,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।