পুষ্টিহীনতার বিরুদ্ধে জোট বাঁধলো সেইভ দ্য চিলড্রেন ও সমাজ সেবা অধিদপ্তর

পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুষ্টিহীনতা দূর করতে সমাজসেবা অধিপ্তরের সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2018, 12:51 PM
Updated : 22 Nov 2018, 12:51 PM

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির নিজ নিজ সংস্থার পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশে দুই বছরের কম বয়সী শিশুদের পুষ্টিহীনতা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সেইভ দ্য চিলড্রেনের ‘সূচনা’ প্রকল্পের আওতায় এই সমঝোতা স্মারক হল।

অন্যদের মধ্যে সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক আবু মাসুদ, উপপরিচালক মো. হাবিবুর রহমান, সেইভ দ্য চিলড্রেনের চাইল্ড পোভার্টি সেক্টরের পরিচালক ফ্রেড্রিক ক্রিস্টোফার, ‘সূচনা’র প্রোগ্রাম ডিরেক্টর শাহেদ রহমান এবং উপদেষ্টা আনোয়ারুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।