এনবিআরে দুই নতুন সদস্য

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর কমিশনারকে সদস্য পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2017, 02:39 PM
Updated : 28 Dec 2017, 02:39 PM

নতুন দুই সদস্য হলেন- এনবিআরের কর আপীল অঞ্চল-১ এর কর কমিশনার রওশন আরা আক্তার এবং কর অঞ্চল-১ এর কর কমিশনার কানন কুমার রায়।

বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কর) ক্যাডারের দুই সিনিয়র কর কমিশনার রওশন আরা আক্তার এবং কানন কুমার রায়কে এনবিআরের সদস্য হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

রওশন আরা আক্তার বিসিএস (কর) ক্যাডার ১৯৮৪ এবং কানন কুমার রায় বিসিএস (কর) ক্যাডার ১৯৮৫ এর কর্মকর্তা।

কিছুদিন আগে এনবিআরের সদস্য লোকমান হোসেন ও পারভেজ ইকবাল অবসর গ্রহণ করেছেন। রওশন আরা আক্তার ও কানন কুমার রায়কে এ দুইটি শূন্য পদে পদায়ন করা হবে।

কানন কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে আয়কর (নীতি) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

রওশন আরা আক্তার বলেন, বৃহস্পতিবার তিনি নতুন পদে যোগ দিয়েছেন; তবে কোন দপ্তর নির্দিষ্ট করে দেওয়া হয়নি।