অর্থনীতি সমিতির নেতৃত্বে বারকাত-জামালউদ্দিন

অধ্যাপক আবুল বারকাত বিনা প্রতিদ্বন্ধিতায় বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন জামালউদ্দিন আহমেদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 07:36 PM
Updated : 23 Dec 2017, 07:36 PM

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে শনিবার রাতে নির্বাচনী অধিবেশনে বিনা প্রতিদ্বন্ধিতায় ওই দুজনের সঙ্গে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান সরদার।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ২৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৫ জন।

সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে অন্য প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।বাকি পদগুলোতে নির্বাচন হয়।

অধ্যাপক বারকাত এর আগেও দুই বার অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদকও ছিলেন দুই বার।

নির্বাচিত পাঁচজন সহ-সভাপতি হলেন-এ জেড এম সালেহ, অধ্যাপক হান্নানা বেগম, আবদুল হান্নান, মোহাম্মদ আবুল হোসাইন ও এএফএম শরিফুল ইসলাম।

নির্বাচিত দুজন যুগ্ম-সম্পাদক হলেন- লিয়াকত হোসেন মোড়ল ও বদরুল মুনির।

পাঁচজন সহ-সম্পাদক হলেন- মোজাম্মেল হক, শাহানারা বেগম, মেহেরুন নেছা, নওশাদ মোস্তফা ও শেখ আলী আহমেদ।

সদস্যরা হলেন- অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খান, মোহাম্মদ মামুন, সাইদুর রহমান, আলমগীর হোসেন ভূঁইয়া, এস এম রাশিদুল ইসলাম, সৈয়দ এসরারুল হক সোপেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, হাবিবুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনছুর এম ওয়াই চৌধুরী, পার্থ সারথী ঘোষ, সুভাস কুমার সেনগুপ্ত ও নেছার আহমেদ।