টাকা নিয়েছেন অনেকে, গবেষণা করেননি: পরিকল্পনামন্ত্রী

গবেষণার জন্য সরকারি অর্থ নিয়েও অনেকে তা করেননি বলে অভিযোগ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2017, 05:44 PM
Updated : 19 Oct 2017, 05:45 PM

বৃহস্পতিবার ঢাকার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক গবেষণার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে বক্তব্যে এই অভিযোগ করেন তিনি।

মুস্তফা কামাল বলেন, “পরিকল্পনা কমিশনের গবেষণা খাত থেকে গবেষণার নামে অনেকে টাকা নিয়ে গেছেন। কিন্তু গবেষণা হয়নি।”

কারা সরকারি এই অর্থ আত্মসাত করেছেন কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা প্রকাশ করেননি মন্ত্রী।

গবেষণার উপর জোর দিয়ে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে আমাদের পরিকল্পিতভাবে গবেষণা পরিচালনা করতে হবে। নাহলে আমরা পিছিয়ে যাব।”

গবেষকদের উৎসাহিত করতে অর্থ বরাদ্দের আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল (ফাইল ছবি)

তিনি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে, যেসব মেধাবীরা বিদেশ চলে গেছেন, তাদের ফিরিয়ে আনতে হবে।”

অনুষ্ঠানে প্রবীণ কল্যাণ বিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

মন্ত্রী বৃদ্ধ বাবা-মাকে নিজেদের সঙ্গে রাখতে সবার প্রতি আহ্বান জানান।

“বয়স হলে পিতা-মাতা একা থাকতে ভয় পান। তাই মা-বাবার বয়স হয়ে গেলে তাদের বৃদ্ধাশ্রমে নয়, নিজের কাছে রাখতে হবে।”

চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নের ফলে সারাবিশ্বেই বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার তথ্য তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, বাংলাদেশে ৭ শতাংশ মানুষের বয়স ৬০ বছরের উপরে। জাপানে ১৫ শতাংশ মানুষ বৃদ্ধ।

অনুষ্ঠানে ‘সমাজে বয়স্কদের ভূমিকা’ শীর্ষক একটি জরিপভিত্তিক গবেষণার ফল প্রকাশ করেন গবেষক আমিনুল ইসলাম।

তার গবেষণায় প্রকাশ পেয়েছে

>> পরিবার কিংবা সমাজে বয়স্কদের সম্মান আগের চেয়ে কিছুটা কমেছে

>>  বৃদ্ধ বয়সেও সমাজে তারা যে ভূমিকা রাখেন, তার স্বীকৃতি পান না

>> পরিবারে ভূমিকা বেশি থাকার পরও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা উপেক্ষিত থাকেন

>> বয়স্কদের আর্থ সামাজিক অবস্থান সন্তোষজনক নয়

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের কোনাগাতি, শলিয়াবাড়ি,রাজরামপুর গ্রামের বয়স্ক মানুষের উপর জরিপ চালিয়ে এই চিত্র তুলে আনেন আমিনুল।