এনবিআর বলছে, রেজিস্ট্রেশন পদ্ধতির উন্নয়ন ও রিটার্ন জমার পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনায় অনলাইনে করদাতার সংখ্যা বাড়ছে।
Published : 06 Nov 2024, 07:46 PM
চলতি করবর্ষে ১০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিলের জন্য অনলাইনে নিবন্ধন করেছেন; আর অনলাইনে রিটার্ন দাখিল করেছেন ২ লাখ করদাতা।
বুধবার পর্যন্ত নিবন্ধন ও জমার এ হিসাব জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ই-রিটার্ন পদ্ধতি ‘অধিকতর করদাতাবান্ধব’ করতে রেজিস্ট্রেশন পদ্ধতির ‘আপগ্রেডেশন’সহ www.etaxnbr.gov.bd পোর্টালে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর ফলে অনলাইনে করদাতার সংখ্যা বাড়ছে।
২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধ পদ্ধতি সহজ করার লক্ষ্যে এনবিআর ৯ সেপ্টেম্বর থেকে অনলাইনে রিটার্ন দাখিলের ব্যবস্থা করদাতাদের জন্য উন্মুক্ত করেছে।
সেখানে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিল করা রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।
এছাড়া আগের বছরের দাখিল করা e-Return ডাউনলোড ও প্রিন্ট করা যাচ্ছে
e-Return সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তা দেওয়ার জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার করেছে। সেখানে ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে অফিস সময়ে করদাতারা e-Return সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক সমাধান পাচ্ছেন।
মসৃণভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলাবিহীনভাবে সেবা পেতে করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করার আহ্বান জানিয়েছে এনবিআর।