একনেকে ৩৯ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ের মোট ৪৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
Published : 09 Nov 2023, 11:43 PM
ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং তিন পৌরবাসীর স্বাস্থ্য উন্নয়নে ১ হাজার ১৮১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ‘ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেনটিভ সার্ভিস’ শীর্ষক ওই প্রকল্পটি নারায়ণগঞ্জের তারাব, রূপগঞ্জ ও ঢাকার সাভার পৌরসভাতেও বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলন করে তা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
নাগরিকদের স্বাস্থ্য উন্নয়নে অনুমোদন পাওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৮১ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে বিশ্ব ব্যাংক ঋণ হিসেবে যোগান দেবে ১০৭৪ কোটি টাকা, আর সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে ১০৮ কোটি টাকা। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
প্রকল্প প্রস্তাবে বলা হয়, মশা নিধন, বায়ু ও শব্দ দূষণ রোধ এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিকভাবে সাধারণ নাগরিকের স্বাস্থ্য রক্ষায় প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, অসংক্রামক রোগ প্রতিরোধেও প্রকল্পটি কাজ করবে। প্রকল্পের আওতায় বায়োলজিকাল ল্যাব, প্রশিক্ষণ ল্যাব, অডিটোরিয়াম, আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ সার্ভার কক্ষ নির্মাণ করা হবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, বৃহস্পতিবারের বৈঠকে ৩৯ হাজার ৯৪ কোটি টাকা ব্যয়ের মোট ৪৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হলো
>> ‘শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় বহুতল সরকারি অফিস ভবন নির্মাণ’ প্রকল্প; ব্যয় ১৭১ কোটি টাকা;
>> ‘ঢাকাস্থ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ১২৩টি ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প; ব্যয় ১৪৪ কোটি ৩৩ লাখ টাকা;
>> ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প; ব্যয় ৩ হাজার ১০ কোটি টাকা;
>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্প; ব্যয় ১ হাজার ৪০৪ কোটি টাকা;
>> ‘ইলিয়টগঞ্জ-মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর জেলা মহাসড়কটি যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প; ব্যয় ৩৪৮ কোটি টাকা;
>> ‘রাজউক পূর্বাচল ৩০০ ফুট মহাসড়ক হতে মাদানী এভিনিউ সিলেট মহাসড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প; ব্যয় ১৯৯ কোটি টাকা;
>> ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্প; ব্যয় ৮২২ কোটি টাকা;
>> ‘ভাঙ্গা-যশোর-বেনাপোল মাহসড়ককে চারলেনে উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর’ প্রকল্প; ব্যয় ৬ হাজার ১৪০ কোটি টাকা;
>> ‘চার লেনে উন্নীত ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন-১) (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) চার বছরের জন্য পারফরম্যান্স-বেজড অপারেশন ও দৃঢ়করণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প; ব্যয় বাড়ছে ১৮৭ কোটি টাকা;
>> ‘গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্লিনারবাসীদের জন্য বহুতলা বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ৩৫ কোটি টাকা;
>> ‘ঢাকা পানি সরবরাহ নেটওয়ার্ক উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ২০০ কোটি টাকা;
>> বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্প; ঢাকা স্যানিটেশন উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প;
>> বরিশাল সিটি করপোরেশন এলাকায় বিভিন্ন রাস্তা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ণ’ প্রকল্প; ব্যয় ৭৮৭ কোটি টাকা;
>> ‘বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন (প্রথম সংশোধিত) প্রকল্প; ব্যয় ৪ হাজার ৪০২ কোটি টাকা;
>> ‘ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প; ব্যয় ৬০ কোটি টাকা;
>> ‘রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন (প্রথম সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ৩৯০ কোটি টাকা;
>> ‘মুগদা মেডিকেল কলেজের প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণ’ প্রকল্প; ব্যয় বাড়ছে ৫৮০ কোটি টাকা;
>> ‘সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দ্য মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম’ প্রকল্প; ব্যয় ১০ ৬ কোটি টাকা;
>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের জন্য ভূমি অধিগ্রহণ, উন্নয়ন এবং আনুষঙ্গিক কাজ বাস্তবায়ন’ প্রকল্প; ব্যয় ২৩১ কোটি টাকা;
>> ‘আইসিটি শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারকরণের জন্য নেকটারের ভৌত অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম’ প্রকল্প; ১৫১ কোটি টাকা;
>> ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ১৭১ কোটি টাকা;
>> ‘যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ দুর্যোগ ঝুঁকি অর্থায়ন (কম্পোনেন্ট ৩) প্রকল্প; ব্যয় ৯৫ কোটি টাকা;
>> ‘মহেশখালী অর্থনৈতিক অঞ্চল-৩ এর গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো নির্মাণ প্রকল্প; যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্প, ব্যয় ১ হাজার ১৯৫ কোটি টাকা;
>> ‘সুগন্ধা নদীর ভাঙন হতে ঝালকাঠি জেলার সদর উপজেলা ও নলছিটি উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা’ প্রকল্প; ব্যয় ৬৮০ কোটি টাকা;
>> ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ (দ্বিতীয় পর্ব) প্রকল্প; ব্যয় ১ হাজার ৫৯৬ কোটি টাকা;
>> ‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প; ব্যয় ১ হাজার ১১০ কোটি টাকা;
>> ‘আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ৩২৩ কোটি টাকা;
>> ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার (প্রথম পর্যায়) প্রকল্প; ব্যয় ৩৬৪ কোটি টাকা;
>> ‘মেহেরপুর সদরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের মধ্য পশ্চিমাঞ্চলের পরিবেশ-প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণ’ প্রকল্প; ব্যয় ২১০ কোটি টাকা;
>> ‘বঙ্গবন্ধু পিয়েরে এলিয়ট ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র স্থাপন এবং বাংলাদেশ কৃষি গবেষণায় সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প; ব্যয় প্রায় ৪৫৫ কোটি টাকা;
>> ‘পার্বত্য চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; ব্যয় ৭৩৩ কোটি টাকা;
>> ‘মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প; ব্যয় বাড়ছে ৪০৩ কোটি টাকা;
>> রংপুর বিভাগের ৯টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প; ব্যয় ৪৮০ কোটি টাকা;
>> ‘সিলেট সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকাসহ মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; ব্যয় ১ হাজার ৪৬০ কোটি টাকা;
>> ‘বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প; ব্যয় ৭৫০ কোটি টাকা;
>> ‘ফেনী পরশুরাম, বিলোনিয়া সড়ক উন্নয়ন’ প্রকল্প; ব্যয় ৩৩৫ কোটি টাকা;
>> ‘হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মান উন্নয়ন’ প্রকল্প; ব্যয় কমছে ১৯ লাখ টাকা;
>> ‘মেঘনা নদীর ভাঙ্গন হতে ভোলা সদর উপজেলা রক্ষা’ প্রকল্প; ব্যয় ৬৮৯ কোটি টাকা;
>> ‘বাংলাদেশের শোভন কাজের অগ্রগতি’ প্রকল্প; ব্যয় ২৬৮ কোটি টাকা;
>> ‘বিসিক প্লাস্টিক শিল্প নগরী’ (৩য় সংশোধিত) প্রকল্প; ব্যয় ৮১ কোটি টাকা।