অটোরিকশাটিও পাওয়া যায়নি। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
Published : 04 Dec 2022, 01:31 AM
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ অটোরিকশার চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার উপজেলার আমুচিয়া ইউপির একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
নিহত মো. হেলাল উদ্দিন (৩৯) বোয়ালখালী পৌরসভার জমাদার হাটের বাসিন্দা। তার বাড়ি নেত্রকোণায়।
ওসি বলেন, গত ২৯ নভেম্বর সন্ধ্যায় হেলাল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
“বিকালে স্থানীয়দের থেকে খবর পেয়ে খোলা বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।”
এদিকে অটোরিকশা নিয়ে বিরোধের জেরে হেলালকে খুন করা হতে পারে পুলিশের ধারণা।
ওসি বলেন, “অটোরিকশাটিও পাওয়া যায়নি। আমাদের কিছু অগ্রগতি আছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।”