বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
Published : 07 Aug 2023, 06:07 PM
প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে সোমবার এক সভায় এ সিদ্ধান্ত হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রবল বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে সব ক্লাস ও পরীক্ষা ৮ অগাস্ট মঙ্গলবার থেকে ১০ অগাস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভারি বর্ষণে রেললাইনে পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সোমবার ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। ফলে এদিনের সব ক্লাস ও পরীক্ষা দুপুরেই বাতিল করে কর্তৃপক্ষ।
বৃষ্টির মধ্যে ক্যাম্পাসে একাধিক জায়গায় পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি।