লাশ ঝুলছিল ব্রিজের সঙ্গে, পুলিশের ধারণা ‘আত্মহত্যা’

“প্রাথমিকভাবে মনে হচ্ছে গাছে টাঙানো রশিটি গলায় লাগিয়ে ব্রিজের দিকে লাফ দিয়েছিল ফেরদৌস“, বলেন ওসি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 06:59 AM
Updated : 28 May 2023, 06:59 AM

চট্টগ্রামের পটিয়ায় একটি সেতু থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন।

ফেরদৌস আলম (৩১) নামের ওই ব্যক্তির বাড়ি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায়, তিনি চাকরি করতেন মাছ ধরার ট্রলারে, তার বাবার নাম আবুল হোসেন।

পুলিশ বলছে, নিজের পছন্দে দুই বছর বয়সী সন্তানসহ এক নারীকে বিয়ে করার কারণে বাবা-মায়ের সঙ্গে ফিরদৌসের ‘সমস্যা’ চলছিল। বাবা-মা ওই বিয়ে মেনে না নেওয়ায় স্ত্রীকে নিয়ে চরলক্ষ্যা এলাকাতেই আলাদা ভাড়া বাসায় থাকতেন ফিরদৌস।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে যখন লাশ উদ্ধার করে, ফিরদৌসের বাবাও সেখানে ছিলেন বলে জানান ওসি প্রিটন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্রিজের সাথে একটি গাছে নাইলনের রশি ঝুলছিল, প্রাথমিকভাবে মনে হচ্ছে গাছে টাঙানো রশিটি গলায় লাগিয়ে ব্রিজের দিকে লাফ দিয়েছিল ফিরদৌস।“

বাবা আবুল হোসেনের ধারণা, পারিবারিক ‘অশান্তির’ জেরেই ফিরদৌস আত্মহত্যা করেছেন।

তিনি বলেন, গত ২০ মে ফেরদৌস ট্রলার থেকে তাদের বাড়িতে এসেছিলেন। কিন্তু বাবা-মায়ের সাথে কোনো কথা বলেননি। নিজের ঘরে একাই ছিলেন।

ময়নাতদন্তের জন্য ফিরদৌসের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।