ভাসানচরের কাছে সাগরে জাহাজটি থেকে তিনটি কন্টেইনার পানিতে পড়ে যায়।
Published : 06 Jul 2023, 09:15 PM
চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে নারায়ণগঞ্জের পানগাঁও যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি জাহাজ আংশিক ডুবে গেছে।
পানগাঁও এক্সপ্রেস নামের জাহাজটি বৃহস্পতিবার দুপুরের পর ভাসানচরের কাছে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা তিনটি কন্টেইনার ভেসে গেছে।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক জানান, চট্টগ্রাম বন্দর থেকে ৯৬টি কন্টেইনার নিয়ে জাহাজটি পানগাঁও যাচ্ছিল।
“ভাসানচরের কাছে খারাপ আবহাওয়ায় পড়ে জাহাজের একাংশ কাত হয়ে পানি প্রবেশ করলে এটি আংশিক ডুবে যায়। এ সময় জাহাজে থাকা তিনটি কন্টেইনার পানিতে পড়ে ভেসে যায়।”
বন্দর সচিব জানান, জাহাজের নাবিকেরা নিরাপদে অন্য জাহাজে উঠতে পেরেছে। জাহাজটি উদ্ধারে জন্য বন্দরের টাগবোট সেখানে পাঠানো হয়েছে।
সঞ্চালনশীল মেঘমালার কারণে বঙ্গোপসাগর এখন কিছুটা উত্তাল রয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।