চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রলীগের তিনটি গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে শাটল ট্রেনের বগিভিত্তিক গ্রুপ সিএফসি, সিক্সটি নাইন ও বিজয়ের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান বলেন, “বিশ্ববিদ্যালয় স্টেশনে চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ঝামেলা শুরু হয়। আমরা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখন সবাই নিজ নিজ হলে অবস্থান করছে।"
তিনি বলেন, “তিনজন ছেলে একটু ব্যথা পেয়েছিল, তাদের মেডিকেলে পাঠানো হয়েছে।”
বিজয়ের গ্রুপের নেতা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টেশনে সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছিল। এ সময় সেখানে উপস্থিত আমাদের এক কর্মীকেও সিক্সটি নাইনের কর্মীরা অকারণে মারধর করে।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয় ও সিএফসি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। অন্যদিকে সিক্সটি নাইনের কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিনের অনুসারী।