চট্টগ্রামে কাচ্চি ডাইনসহ পাঁচ রেস্তোরাঁকে সোয়া ৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখায় এ জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 03:11 PM
Updated : 14 March 2023, 03:11 PM

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখায় চট্টগ্রামের পাঁচটি রেস্তোরাঁকে প্রায় সোয়া সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর জিইসি মোড় ও মুরাদপুরে এদিন র‌্যাব-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল হাসান অভিযানে যান; এ সময় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রাখায় জিইসি মোড়ের ‘কাচ্চি ডাইন’ নামে একটি রেস্তোরাঁকে এক লাখ ২০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এশিয়ান কাবাবকে এক লাখ টাকা, মক্কা হোটেলকে দেড় লাখ টাকা, বাগদাদ হোটেল অ্যান্ড বিরানি হাউজকে দুই লাখ টাকা এবং কাবার মেলা রেস্তোরাঁকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এর আগে রোববার নগরীর মোগলটুলি ও পশ্চিম মাদারবাড়ি এলাকার পাঁচটি বেকারিতে অভিযান চালিয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।