নির্বাচনের তফসিল আরেকটি বিজয়: নাছির

বুধবার রাতে দারুল ফজল মার্কেট চত্বর থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল শুরু হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 03:44 PM
Updated : 15 Nov 2023, 03:44 PM

ভ্রুকুটি ও রক্তচক্ষু উপেক্ষা করে তফসিল ঘোষণা জাতির আরেকটি বিজয় বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বুধবার রাতে নির্বাচনী তফসিল ঘোষণায় আনন্দ মিছিল শেষে দেয়া সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে বুধবার রাতে দারুল ফজল মার্কেট চত্বর থেকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের একটি আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি নিউমার্কেট-জিপিও-কোতোয়ালী মোড় হয়ে জেলা পরিষদ সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।

এসময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “সকল আকাঙ্ক্ষা ও উদ্বেগ উড়িয়ে দিয়ে সংবিধান সম্মতভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের দৃঢ় প্রত্যয়ে আশাভরসার বাতি প্রজ্জ্বলিত হয়েছে।

“সকল অশুভ শক্তির ভ্রুকুটি ও বিদেশী মুরুব্বীদের প্রেশক্রিশপন ছাড়াই যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে। যেকোনো মূল্যে নির্বাচন বানচালের অগণতান্ত্রিক প্রক্রিয়া নাশকতা ও অরাজকতাকে প্রতিহত করতে হাতে লাঠি, বুকে বল নিয়ে নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম, আছি এবং থাকব।”

মিছিল শেষে দেয়া বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, “আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে যাদেরকে জনগণ চাইবে তারাই ক্ষমতায় থাকবে। আশা করি টানা ৩ মেয়াদে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ একটি গরীব দেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করে জাতিকে যে স্বপ্ন দেখিয়েছেন এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত করার অঙ্গীকারের প্রতি জনগণ আস্থা রাখবে এবং আরেকবার শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতিক শক্তি ক্ষমতায় আসবে।”

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, মসিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, উপপ্রচার সম্পাদক শহীদুল আলম, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মো. ইলিয়াছ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।