পূর্বশত্রুতা কিংবা রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে টেটার আঘাতে খুন হয়েছেন এক ব্যক্তি।
বুধবার সকালে কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানিক পাঠান গ্রামে মো. শাহাবউদ্দিন নামে ৩৩ বছর বয়সী ওই ব্যক্তিকে হত্যা করা হয়।
বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাবউদ্দিনের সাথে জায়গা-জমি নিয়ে তার চাচাত ভাইদের বিরোধ চলছিল। এর জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “পারিবারিক জমিতে শাহাবউদ্দিন ও তার ভাইয়েরা মিলে সীমানায় মাটি কাটছিল। এ সময় তাদের বাঁধা দিতে আসে চাচাতো ভাইয়েরা। কথা কাটাকাটির এক পর্যায়ে টেটা দিয়ে আঘাত করা হয় শাহাবউদ্দিনকে।”
গুরুতর আহত শাহাবউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।