বিএনপি চায় অনির্বাচিত সরকার: নাছির

“নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে দেশ পাকিস্তান হয়ে যাবে।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2023, 05:07 PM
Updated : 27 Feb 2023, 05:07 PM

নিজেদের সুবিধার জন্য বিএনপি একটি অনির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে চাইছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সোমবার বিকালে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় নগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন।

আ জ ম নাছির বলেন, “বিএনপির ক্ষমতার উৎস জনগণ নয়, ক্যান্টনমেন্ট। তারা তাদের স্বার্থে সংবিধানকে কাঁটাছেড়া করেছে। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতিকে কঠিন করে তোলা হবে- মানি ইজ নো প্রবলেম।

“একারণে তারা ক্ষমতায় এসে কখনও জনগণের কল্যাণ চায়নি। বরং নিজেদের আখের গুছিয়েছে। তারা এখনো চায় একটি অনির্বাচিত সরকার গঠিত হোক। কারণ এতেই তাদের সুবিধা হবে।”

নাছির বলেন, “দণ্ডিত পলাতক আসামি তারেক জিয়া একজন বেকার হয়েও লন্ডনে বিলাসবহুল জীবন যাপন করছেন। তার বৈধ আয়ের কোন উৎস নাই। চাঁদাবাজিসহ বিভিন্নভাবে অবৈধ উপার্জনের মধ্যদিয়ে তিনি রাজসুখে আছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনছেন।

“তারেক জিয়া জানেন তিনি দেশে ফিরতে পারবেন না। তিনি চান না বিএনপি নির্বাচনে অংশ নিক এবং ক্ষমতায় আসুক। কিন্তু এই সত্যটি এখন বিএনপির অনেক নেতাই বোঝেন না।”

আগামী সংসদ নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নাছির বলেন, “এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে না পারে, তাহলে দেশ পাকিস্তান হয়ে যাবে। মনে রাখতে হবে, বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে না। তাদের প্রধান দোসর স্বাধীনতা বিরোধী জামায়াত।

“বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করার উদ্দেশ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মধ্যে সকল সংকীর্ণতা পরিহার করে, তিনি যাকেই নৌকা প্রতীক দেবেন তার বিজয় সুনিশ্চিত করা আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে ও ৪নম্বর চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক জোবাইরা নার্গিস খান, ওয়ার্ড কমিটির আহ্বায়ক নুর মোহাম্মদ নুরু, যুগ্ম আহ্বায়ক আইয়ুব খান প্রমুখ।