গত ২৯ সেপ্টেম্বর ফ্লাইওভারের নিচে কভার্ড ভ্যান চাপায় এক ব্যক্তি নিহত হন।
Published : 21 Oct 2023, 02:10 PM
চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া এক চালককে কভার্ড ভ্যানসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বন্দর থানার ফকির হাট এলাকা থেকে রোববার রাতে চালক আজমত আলীকে (৬১) গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার এসআই কিশোর মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৯ সেপ্টেম্বর রাতে বন্দর থানার গোসাইলডাঙ্গা আমিন ফিউচার পার্কের বিপরীতে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচে কভার্ড ভ্যান চাপায় এক ব্যক্তি নিহত হন।
আনুমানিক ৪০ বছর বয়সী লোকটি মানসিক ভারসাম্যহীন এবং রাস্তায় থাকতেন বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছে।
দুর্ঘটনার পর আশপাশের সিসি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়ে। তবে গাড়ির রঙ দেখা গেলেও কোনো নাম কিংবা নম্বর বোঝা যাচ্ছিল না বলে ভাষ্য পুলিশের।
এসআই কিশোর বলেন, “বিভিন্ন দিক মিলিয়ে আমরা কভার্ড ভ্যানটি ‘রোকসানা পরিবহন’ নামে একটি পরিবহন সংস্থার বলে শনাক্ত করি। পরে পরিবহন সংস্থাটির তিনটি গ্যারেজে তল্লাশি চালিয়েও হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে অন্য একটি গ্যারেজে কভার্ড ভ্যানটির হদিস পাওয়া যায়।
“দুর্ঘটনার পর চালক তার মালিককে রাস্তায় ঝামেলার কারণে গাড়িটি অন্য গ্যারেজে রেখেছেন জানিয়ে গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট এলাকা থেকে চালককে গ্রেপ্তার করা হয়।”
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)