চট্টগ্রামে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

“এক নারীর ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করে সেগুলোও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন ওই যুবক ।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 08:53 AM
Updated : 15 March 2023, 08:53 AM

ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চট্টগ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তারের কথা জানান র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর রেজয়ানুর রহমান।

গ্রেপ্তার মো. জসীম (৩২) এর বাড়ি কর্ণফুলী উপজেলার জুলধা এলাকায়। ডুবুরির কাজ করেন তিনি।

র‌্যাব কর্মকর্তা রেজয়ানুর বলেন, “ফেইসবুকে এক নারীর সঙ্গে পরিচয়ের পর তার ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে প্রেমের প্রস্তাব দেন জসীম। রাজি না হলে ওই ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ওই নারী যোগাযোগ শুরু করলে তার ব্যক্তিগত মুহূর্তের ছবি সংগ্রহ করে সেগুলোও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন।”

র‌্যাব জানায়, পরবর্তীতে বিষয়টি নিয়ে র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেন ওই নারী। গ্রেপ্তারের পর ওই যুবক ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।