হত্যা চেষ্টায় ব্যবহৃত কাঁচি ও মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে।
Published : 14 Jul 2023, 08:28 PM
চট্টগ্রামে এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে কর্ণফুলী উপজেলার কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন তূষার দাস (২৩) ও রানা দাস (১৯)।
আহত যুবকের নাম দয়াল শীল (২১); তিনি উপজেলার বড়উঠান এলাকার বাসিন্দা।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, তূষার ও রানা সেলুনে কাজ করতেন। শাহ মীরপুর বাজারে আহত দয়াল শীলের একটি সেলুন ছিল। সেটি ২০২১ সালে তূষারের কাছে বিক্রি করে দয়াল ওমান চলে যান। সেলুনটি পরে তূষার ও রানা পরিচালনা করতেন।
দয়াল শীলের জন্ডিস ধরা পড়ায় কয়েক মাস পর দেশে ফিরে আসেন জানিয়ে ওসি বলেন, “দয়াল তার বিক্রি করা সেলুনটি তূষারের কাছ থেকে ফেরৎ চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে দুই জনের মধ্যে মনমালিন্য শুরু হয়। পরে কাছাকাছি স্থানে নতুন একটি সেলুন খোলেন দয়াল।”
পুলিশ কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, “দয়াল নতুন সেলুন খোলার পর তূষার ও রানা জেলে সম্প্রদায়ের ছেলে হয়েও সেলুনের কাজ করছে বলে বিভিন্ন জনের কাছে কুৎসা রটাত বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি বিদেশ যাওয়ার আগে রানার কাছ থেকে ধার করা টাকাও দয়াল পরিশোধ করেনি বলে অভিযোগ করে তারা।
“কুৎসা রটানো ও পাওনা টাকা আদায়সহ বিভিন্ন বিষয়ে নিয়ে তাদের মধ্যে রেষারেষির জেরে তূষার ও রানা মিলে দয়াল শীলকে খুনের পরিকল্পনা করে।”
ওসি দুলাল বলেন, “বৃহস্পতিবার রাতে দোকান ফিরিয়ে দেয়ার আলাপ করার কথা বলে তূষার ফোন করে দয়ালকে কেইপিজেড এলাকায় একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দিয়ে কাঁচি দিয়ে দয়ালের গলা কেটে দেন।
“স্থানীয় লোকজন খবর পেয়ে দয়ালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশের কাছে রানা ও তূষারকে ধরিয়ে দেয়।”
তূষারের কাছ থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত কাঁচি এবং রানার পকেট থেকে মরিচের গুঁড়া জব্দ করা হয়েছে বলে জানান ওসি দুলাল মাহমুদ।