ডোর লকের ভেতর দুটি সোনার পিণ্ড, চার্জার লাইটে সাতটি সোনার পাত এবং জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ছয়টি সোনার চুড়ি পাওয়া যায় বলে জানান কাস্টমস কর্মকর্তা আলিফ।
Published : 21 Feb 2024, 05:03 PM
ডোর লক, চার্জার লাইট ও ব্যাটারির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে দেড় কোটি টাকার সোনা এনে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক ব্যক্তি।
বুধবার সকালে দুবাই থেকে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। তার লাগেজ তল্লাশি করে এসব সোনার খোঁজ পান কাস্টমস কর্মকর্তারা।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলিফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুবাই থেকে আসা যাত্রী জাহাঙ্গীর আলমকে সন্দেহবশত আটক করে ব্যাগেজ তল্লাশি করা হয়। ভেতরে সোনা সদৃশ বস্তু দেখতে পেয়ে খোলা হয়।
“ব্যাগেজের ভেতরে একটি ডোর লক, চার্জার লাইট এবং ব্যাটারিতে বিশেষ কায়দায় রাখা সোনা পাওয়া যায়।”
ডোর লকের ভেতর দুটি সোনার পিণ্ড, চার্জার লাইটে সাতটি সোনার পাত এবং জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ছয়টি সোনার চুড়ি পাওয়া যায় বলে জানান কাস্টমস কর্মকর্তা আলিফ।
তিনি বলেন, সবমিলিয়ে জাহাঙ্গীরের কাছে ১৬১৭ গ্রাম সোনা মেলে, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৬০ লাখ টাকা।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থ নেয়া হয়েছে।