ছিনতাই হওয়া ট্রলার সাগরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ফিশিং বোটটি গত শুক্রবার রাতে ইনানী সৈকত এলাকা থেকে ছিনতাই করে জলদস্যুরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 08:25 AM
Updated : 29 Jan 2023, 08:25 AM

কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে ছিনতাই হওয়া একটি মাছের ট্রলার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত এলাকা থেকে ভাসমান অবস্থায় ‘এমভি আল্লাহর দান’ নামের ট্রলারটি উদ্ধার করা হয়।

“ফিশিং বোটটি গত শুক্রবার রাতে ইনানী সৈকত এলাকা থেকে ছিনতাই করে জলদস্যুরা। ওই ট্রলারে ১৩ জন মাঝিমাল্লার মধ্যে ১২ জনকে সাগরে নামিয়ে দিয়ে একজনকে নিয়ে ট্রলারটি চলে যায়।

“ট্রলার মালিকের অভিযোগ পেয়ে সদরঘাট নৌ থানা পুলিশ, মহেশখালী ও টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মাঠে নামে। ইনানী সমুদ্র সৈকতের যে স্থান থেকে অপহরণ করা হয়েছিল, সেখান থেকে তিন কিলোমিটার দূরে ট্রলারটি রেথে জলদস্যুরা পালিয়ে যায়।”

পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে। অপহৃত মাল্লাকেও ওই ট্রলারে পাওয়া যায় বলে জানান ওসি একরাম উল্লাহ।