রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের পর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
Published : 21 Feb 2024, 12:31 PM
মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ।
বুধবার একুশের প্রথম প্রহরে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিতে জড়ো হন অনেকে।
রাত ১২টা ১ মিনিটে পুলিশের সশস্ত্র অভিবাদনের পর শহীদদের শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়।
চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে নিয়ে নিয়ে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিডি কৃষ্ণপদ রায়, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন এরপর পুষ্পস্তবক অর্পণ করে।
ভোরের আলো ফুটতে ফুটতেই শহীদ মিনারে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সের হাজারো মানুষ। শিশুরাও এসেছিল বাবা-মায়ের হাত ধরে।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের প্রতি।