স্ত্রীকে হত্যায় ২৪ বছর পর স্বামীর যাবজ্জীবন

তবে আসামি রয়েছেন পলাতক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 02:40 PM
Updated : 8 May 2023, 02:40 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ বছর আগে স্ত্রী হত্যার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া সোমবার এ রায় দেন।

ট্রাইব্যুনালের পিপি মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ত্রীকে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি তোফায়েল আহমেদকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন।

“আসামি তোফায়েল আহমেদ পলাতক। তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, ১৯৯৯ সালের ২৩ জুন ফটিকছড়ি উপজেলার দৌলতপুরে পারিবারিক কলহের জেরে নূরনাহারকে খুন করা হয়।

এ ঘটনায় নূরনাহারের ভাই জহুরুল ইসলাম বাদি হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে স্বামী তোফায়েলকে আসামি করে অভিযোগপত্র দেয়।

নয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেয়।