পুলিশ বলছে, ‘চাঁদা না দেওয়ায়’ কারখানার পেছনে গিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
Published : 27 Jul 2022, 05:59 PM
চট্টগ্রামে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবির দুদিন পর তার কারখানায় আগুন লাগার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে নগরীর হাজীরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান।
গ্রেপ্তার দুজনের নাম মো. মোবারক হোসেন ও মো. জিসান; দুজনেরই বয়স ১৯ বছর।
ওসি জানান, সম্প্রতি নগরীর চালিতাতলী এলাকায় এক ব্যক্তি ‘কমফোর্ট হোমটেক্স মেট্রেস অ্যান্ড পিলো ফ্যাক্টরি’ নামের একটি কারখানা তৈরি করেন।
গত ১৭ ও ১৮ জুলাই দুই দফায় একটি বিদেশি নম্বর থেকে শিবির ক্যাডার সাজ্জাদের পরিচয়ে ওই ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
“কিন্তু মালিক চাঁদা না দেওয়ায় ২০ জুলাই ভোরে কারখানার পেছনে গিয়ে বোতল থেকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।”
এ ঘটনার সাথে চার জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে জানিয়ে ওসি কামরুজ্জামান জানান, কারখানা মালিকের করা মামলায় বায়েজিদ থানার হাজীরপুল এলাকা থেকে মোবারক ও জিসানকে গ্রেপ্তার করা হয়।
তাদের আদালতে তোলা হলে মোবারক মহানগর হাকিম জুয়েল দের আদালতে এবং জিসান মহানগর হাকিম অলীউল্লাহর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান ওসি।