চমেকে ৪ ছাত্রকে মারধর: ছাত্রলীগের সাতজন বহিষ্কার

কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 07:02 PM
Updated : 16 March 2023, 07:02 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাতজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। 

শিক্ষার্থী অভিজিৎ দাশকে তিন বছর, রিয়াজুল ইসলাম, সাজু দাশ ও সৌরভ দেবনাথকে দুই বছর করে এবং মাহিন আহমেদ, জাকির হোসেন ও ইব্রাহিম খলিলকে দেড় বছর করে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এই সাতজনই নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে নিজেদের পরিচয় দিয়ে থাকে।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শাহেনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৮ ফেব্রুয়ারি প্রধান ছাত্রাবাসে চারজনকে মারধরের ঘটনা প্রমাণিত হওয়ায় সাত শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি চার শিক্ষার্থীকে মারধরের প্রমাণ পায়।”

Also Read: চমেক ছাত্রাবাসে ‘শিবিরকর্মী সন্দেহে ছাত্রলীগের মারধর’, দুই জন আইসিইউতে

ইসলামী ছাত্রশিবিরের কর্মী সন্দেহে গত ৮ ফেব্রুয়ারি গভীররাতে চট্টেশ্বরী সড়কের প্রধান ছাত্রাবাসে জাহিদ হাসান ওয়াকিল, সাকিব হোসেন, এসএ রায়হান ও মোবাশ্বির হোসেনকে নির্যাতনের অভিযোগ ওঠে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। তাদের মধ্যে জাহিদ ও রায়হানকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।