চট্টগ্রামে নজরুল জন্মজয়ন্তী উদযাপন

চট্টগ্রাম নজরুল সংগীত শিল্পী সংস্থার আয়োজনে এই জন্মজয়ন্তী পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 03:59 PM
Updated : 5 June 2023, 03:59 PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নজরুল সংগীত শিল্পী সংস্থার আয়োজনে ১২৪তম নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান উদ্বোধন করে অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা।

তিনি বলেন, “নজরুলের অসাম্প্রদায়িক চেতনাই বাঙালি জাতিসত্বার মুক্তির মন্ত্র। নজরুলের গান বাঙালির সংগ্রামে মুক্তির দিশা দিয়েছে।

“নজরুলের গান, কবিতা ও অসাম্প্রদায়িক চেতনার দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলেই সাম্প্রদায়িকতার অশুভ ছায়াকে চিরতরে দেশকে মুক্ত করা যাবে।”

অনুষ্ঠানের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু বলেন, “নজরুল সারা বিশ্বের মুক্তিকামী মানুষের প্রতিভু। তার চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।”

নজরুল সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সভাপতি জয়ন্তী লালার সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যক্ষ রীতা দত্ত, প্রকৌশলী সিরাজুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব সাইফুল আলম বাবু উপস্থিত ছিলেন।

এতে নজরুল সংগীত শিল্পী সংস্থা চট্টগ্রামের সহসভাপতি দীপেন চৌধুরী স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশে নজরুলগীতি পরিবেশন করেন শ্রীমতী জয়ন্তী লালা, শান্তিময় চক্রবর্তী, নির্মল বৈদ্য, শিল্পী দাসগুপ্তা, মো. সাইফুল ইসলাম, মন্দিরা চৌধুরী, অরুণ কুমার দত্ত, পিন্টু ঘোষ,শিমু বিশ্বাস, সৃজন কান্তি পাল, জয়া দত্ত, শিউলি রানী নাথ, মুন্নি বড়ুয়া, বৈশাখি দাস, এমিলি দাস, অঙ্কিতা আচার্য ও পৃথুলা বিশ্বাস