চট্টগ্রামে বাসের ধাক্কায় মিনিবাসের হেলপার নিহত, আহত ৭

বাকলিয়া থানার ওসি জানান, হানিফ পরিবহনের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে হতাহতের এ ঘটনা ঘটে

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2022, 04:07 PM
Updated : 5 Oct 2022, 04:07 PM

চট্টগ্রামে একটি বাসের ধাক্কায় একটি মিনিবাস কাছে থাকা একটি অটোরিকশা ও মোটরসাইকেলকে চাপা দিলে এক জন নিহত ও সাত জন আহত হয়েছে।

বুধবার বিকালে মহানগরীর বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শহীদুল ইসলাম (১৬) মিনিবাসের চালকের সহকারী ছিলেন। তার বাড়ি কর্ণফুলী উপজেলার খোঁয়াজ নগরে।

আহতরা হলেন- আতিয়া রহমান (১২), রাব্বি আহমেদ (২২), রবিউল আলম (২২), হেলাল উদ্দিন (৩২), দীপঙ্কর দে (৩৭), আব্দুল মান্নান (৪৫) ও বিপ্লব দাশ (৫০)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা হানিফ পরিবহনের একটি বাস শাহ আমানত ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি মিনি বাসকে ধাক্কা দেয়।

“ওই বাসের ধাক্কায় মিনিবাসটি একটি অটোরিকশা ও মোটর সাইকেলকে চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।”

ওসি জানান, “হানিফ পরিবহনের বাসটির ধাক্কায় মিনিবাস চালকের সহকারী শহীদুল বাস থেকে নিচে পড়ে যায় এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন আহত হয়।

“হানিফ পরবহনের চালক বাস ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি জব্দ করে।”

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, “আহত অবস্থায় সাত জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ২৬, ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।”