দলীয় পরিচয় গোপন করে ‘টি-টোয়েন্টি প্লাস’ নামে একটি সংগঠনের ব্যানারে বৈঠকে বসেছিলেন তারা, বলছে পুলিশ।
Published : 04 Mar 2023, 11:41 PM
চট্টগ্রামের ‘গোপন বৈঠকের’ সময় জামায়াত-শিবিরের অন্তত ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানার জামালখান এলাকার একটি রেস্তোরাঁয় বৈঠকটি চলছিল বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলীয় পরিচয় গোপন করে ‘টি-টোয়েন্টি প্লাস’ নামে একটি সংগঠনের ব্যানারে জামালখানের কাচ্চি ডাইন নামে রেস্তোঁরার তৃতীয় তলায় বসে বৈঠক করছিলেন জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
“আমাদের কাছে খবর ছিল, অরাজনৈতিক সংগঠনের নামে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা দলীয় বৈঠক করে নাশকতার পরিকল্পনার জন্য।”
ওসি বলেন, “দলীয় পরিচয় গোপন রাখলেও গত বছর মে মাসে টেরিবাজারে একটি রেস্তোরাঁয় সাংগঠনিক বৈঠকে যে ৪৯ জন আটক হয়েছিল, তাদের বেশির ভাগই আজকের (শনিবার) বৈঠকে উপস্থিত ছিলেন।
“তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং যাচাই বাছাই করে কী নিয়ে বৈঠক চলছিল তা জিজ্ঞাসাবাদ করা হবে।”
গত বছরের ১৬ মে রাতে টেরিবাজারের ‘আল বয়ান’ নামে একটি হোটেলে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ।
তখন পুলিশ জানিয়েছিল, যাদের মধ্যে ১০ জনই ছিলেন জামায়াত ইসলামীর বিভিন্ন স্তরের নেতা ও অর্থের যোগানদাতা।