চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ব্যবসায় প্রশাসন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে ১৮ হাজার ৩৯২ জন।
শনিবার ও রোববার দুই শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪৪১টি আসনের বিপরীতে এবার আবেদন করেছিলেন ১৯ হাজার ৯৯৯ জন।
রোববার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতির হার প্রায় ৯২ শতাংশ।”
এরআগে মঙ্গলবার বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
বিজ্ঞান, কলা এবং ব্যবসায় প্রশাসন ইউনিটের পর সোমবার ও মঙ্গলবার মোট তিন শিফটে অনুষ্ঠিত হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ ও জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ ও ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে গঠিত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।