পেনশনের ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল তারা।
Published : 22 Oct 2023, 07:51 PM
চট্টগ্রামে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেপ্তার করে ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিন জন হলেন নুরুল হক সজীব ওরফে রাজীব, মহিউদ্দিন বেলাল ও মো. রায়হান।
সোমবার নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে উপকমিশনার (বন্দর-পশ্চিম) আলী হোসেন সাংবাদিকদের জানান, গত ১৮ সেপ্টেম্বর ইসলামী ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে রুহুল আমিন নামে অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা তার পেনশনের ১৪ লাখ ৯০ হাজার টাকা তুলে ব্যাংক থেকে নামার পর ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে এসে পেছন থেকে টান দিয়ে টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রুহুল আমিন পাহাড়তলী থানায় মামলা করলে পুলিশ তদন্তের দায়িত্ব পায়। তারা তদন্তে তিনজনকে শনাক্ত করে।
উপকমিশনার আলী হোসেন জানান, ঢাকা থেকে মহিউদ্দিন বেলালকে গ্রেপ্তারের পর দুই লাখ উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে চট্টগ্রাম থেকে ৯ লাখ টাকাসহ সজীবকে এবং রায়হানের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বছরখানেক আগেও ছিনতাইয়ের প্রস্তুতির সময় এই তিনজন গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে ছাড়া পেয়ে ফের তারা ছিনতাইয়ে জড়ান বলেও জানিয়েছে পুলিশ।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)