এ প্রশিক্ষণ চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
Published : 17 Nov 2024, 08:53 PM
উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস এর দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
চট্টগ্রামের পাহাড়তলীতে চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের (সিইআইটিসি) ইমরান সেমিনার হলে রোববার এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ প্রশিক্ষণ চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিটি মেয়র শাহাদাত হোসেন বলেন, “বৃহত্তর চট্টগ্রামে চোখের চিকিৎসায় এই চক্ষু হাসপাতাল অসামান্য অবদান রেখে চলেছে। অরবিস প্রযুক্তি বিনিময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত ২২ বছর ধরে তারা বাংলাদেশে আসছে। মানবতার সেবায় অবদান রেখে চলেছে।”
চিকিৎসা সেবা বিষয়ে প্রশিক্ষণ দিতে এ নিয়ে একাদশ বারের মত বাংলাদেশে এবং পঞ্চমবারের মত চট্টগ্রামে এসে উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’।
রোববারের অনুষ্ঠানে সিআইআইটিসির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক রবিউল হোসেন বলেন, বিশ্বব্যাপী চক্ষু চিকিৎসা সেবাকারী প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে বিগত ২৫ বছর আগ থেকে কাজ শুরু করেছে।
“অরবিস বাংলাদেশে আধুনিক চক্ষু চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসক, নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির ব্যাপারে যথেষ্ট ভূমিকার পাশাপাশি সাহায্য সহযোগিতা দিয়ে আসছে। আশাকরি অরবিস ভবিষ্যতেও তাদের মানব সম্পদ তৈরি ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যহত রাখবে।”
বিশেষ অতিথি অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ডেরেক হডকি বলেন, “আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও সিইআইটিসি’র সহযোগিতায় বাংলাদেশে উড়ন্ত চক্ষু হাসপাতাল প্রকল্প আবারও শুরু করতে পেরে গর্বিত। আমাদের দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বাংলাদেশের চোখের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
“অ্যালকন কেয়ার্স, অ্যালকন ফাউন্ডেশন এবং ফেডেক্সের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। অরবিসের লক্ষ্য একটি শক্তিশালী এবং টেকসই চোখের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা।”
বাংলাদেশে ফ্লাইং আই হসপিটাল প্রজেক্ট আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর মো. মুনিরুজ্জামান ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, অরবিস ফ্লাইং আই হসপিটালের ডিরেক্টর মরিস গ্যারি, সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ডা. রাজিব হোসেন।
অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল ১৯৮৫ সালে প্রথমবার বাংলাদেশে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছিল।
অনুষ্ঠানো জানানো হয়, কার্যক্রম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ফ্লাইং আই হসপিটাল এবং অরবিসের পার্টনার হাসপাতাল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে পৃথিবীর বিভিন্ন দেশের চক্ষু বিশেষজ্ঞ, নার্স এবং টেকনিশিয়ানরা প্রশিক্ষণ দেবেন।
এবারের প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে ছানি, গ্লুকোমা, রেটিনা, অকুলোপ্লাস্টি এবং কর্নিয়ার রোগের চিকিৎসা। এছাড়াও রয়েছে নিউরো অফথালমোলজি ওয়ার্কশপ, অপটোমেট্রি ওয়েবিনার, নার্সিং এবং বায়োমেডিক্যাল সংক্রান্ত প্রশিক্ষণ।