রাতে বিড়ালের খাবার কিনতে বের হয়ে পূর্বপরিচিতদের মারধর ও ছুকিরাঘাতে প্রাণ যায় মনার, বলছে পুলিশ।
Published : 08 Jul 2024, 08:27 PM
চট্টগ্রামে ছুরিকাঘাতে সাহেদ হোসেন মনা নামে এক যুবককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বন্দর নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তারের কথা জানান সিএমপি সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী।
ওই দুজন হলেন- মো. সজীব (২৪) ও শেখ মো. ফরহাদ (২২)।
অতনু চক্রবর্ত্তী বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় ১২ জনকে আসামি করে মনার বাবা শাহ আলম মামলা করেন। এরপর দুজনকে গ্রেপ্তার করা হয়।”
রোববার রাতে কোতোয়ালি থানার স্টেশন রোড পাখি গলিতে ছুরিকাঘাতে খুন হন মনা; তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্রসহ অন্তত আটটি মামলা রয়েছে।
গত বছরের ৯ জুলাই কোতোয়ালির আমতল এলাকা থেকে মোবাইল ফোন ডিলারের দুই কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি ছিলেন মনা। ওই মামলায় তিনি গ্রেপ্তারও হয়েছিলেন।
পুলিশ জানায়, ভাতের হোটেলের ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে বিরোধের জেরে পূর্ব পরিচিতরা মনাকে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় তার বাবার করা মামলায় বলা হয়, মনা একসময় নিউ মার্কেট এলাকার হকার হিসেবে ব্যবসা করতেন। ওই সময় আসামিদের সঙ্গে তার পরিচয় হয়।
ঘটনার বর্ণনায় এজাহারে বলা হয়, মনার পূর্ব পরিচিতি এক ছেলের কাছ থেকে ১৫/২০ দিন আগে জুয়েল ও রহিম নামে দুজন মোবাইল ছিনিয়ে নেন। পরে মনা ফোন করেন জুয়েলের কাছে মোবাইল ছিনতাইয়ের বিষয়ে জানতে চান। জুয়েল সেসময় মারমুখী আচরণ করেন।
“মনা রোববার রাতে পোষা বিড়ালের খাবার কিনতে পাখি গলিতে গিয়েছিলেন। তখন জুয়েলসহ অন্যরা মনাকে মারধর করেন। একপর্যায়ে জুয়েল, সাগর, বশির ও শাকিল তাকে ছুরিকাঘাত করেন।”
আরও পড়ুন-
চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের